Pink Whatsapp Scam: ভুয়ো খবর (Fake News) ছড়ানোর মাধ্যম হিসেবে বর্তমানে বারবার শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপের (Whatsapp) না। শুধু তাই নয় দিনদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুর্নীতি এবং প্রতারণার (Fraud) পরিমাণও বাড়ছে। মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। বিশ্বের বিভিন প্রান্তে প্রচুর ইউজার রয়েছে এই অ্যাপের। আর তাই হ্যাকার বা স্ক্যামারদের বেশ সুবিধাই হয় একসঙ্গে অনেক ইউজারের সঙ্গে প্রতারণা করতে। সম্প্রতি ইউজারদের আতঙ্ক, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে 'পিঙ্ক হোয়াটসঅ্যাপ'। স্ক্যামাররা ইউজারদের লিঙ্ক পাঠিয়ে ডাউনলোড করতে বলছেন। এর মাধ্যমে নতুন লুকে গোলাপি রঙে নাকি হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে। সঙ্গে আবার থাকবে নতুন ফিচার। এই ফাঁদে একবার পা দিলেই সর্বনাশ। হ্যাকারদের হাত থেকে আর মুক্তি পাবেন না আপনি।

  


পিঙ্ক হোয়াটসঅ্যাপ স্ক্যাম


মুম্বই পুলিশ জনস্বার্থে সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে। পিঙ্ক হোয়াটসঅ্যাপের ভাইরাল মেসেজ সম্পর্কে সেখানে ইউজারদের সতর্ক করা হয়েছে। কোনওভাবেই ইউজাররা যেন কোনও লিঙ্কে ক্লিক না করেন এবং ডাউনলোড না করেন, সেই প্রসঙ্গেই সতর্কবার্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে। স্ক্যামাররা ইউজারদের কাছে এই বার্তা দিয়ে লিঙ্ক পাঠাচ্ছে যে সেখানে ক্লিক করে তা ডাউনলোড করলে নতুন গোলাপি লুকে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে এবং থাকবে নতুন ফিচারও। এই লিঙ্কের সঙ্গে আসলে যুক্ত থাকছে malicious software। এর মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি। তাই সতর্ক থাকতে হবে। নাহলে হ্যাকারদের হাতে চলে যাবে ইউজারদের সেনসিটিভ তথ্য। এমনকি পুরো ফোনের নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে চলে যেতে পারে। কারণ ওই লিঙ্ক আসলে একটি phishing link। 


কী কী ক্ষতি হতে পারে 



  • আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ইউজার।

  • ফোনে থাকা ইউজারদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। 

  • ইউজারদের তথ্য নিয়ে অপব্যবহার করতে পারে হ্যাকাররা।

  • ফোনের পুরো নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

  • ব্যক্তি ছবি, মেসেজ ফাঁস হওয়ার সম্ভাবনাও থাকছে।


কীভাবে সতর্ক থাকবেন



  • হোয়াটসঅ্যাপে কোনও লিঙ্ক এলেই সেখানে ক্লিক করে তা ডাউনলোড করতে যাবেন না।

  • অথেনটিক মাধ্যম যেমন গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর ছাড়া অ্যাপ ডাউনলোড করবেন না।

  • সতর্ক থাকুন, সজাগ থাকুন, প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।


চ্যাট লক ফিচার- আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।


আরও পড়ুন- প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?