Piyush Goyal on AI: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি গত বৃহস্পতিবার লন্ডনে 'ফিউচার ফ্রন্টিয়ার ফোরাম' অনুষ্ঠানে একটি আলাপচারিতার সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেন এবং ভারতের তরুণ প্রজন্মকে আশ্বস্ত করেন যে এআই কখনই মানব মস্তিষ্কের বিকল্প হয়ে উঠতে পারবে না। তিনি এও জানান যে মানুষের মন, মানুষের বুদ্ধিমত্তা সবসময় কৃত্রিম বুদ্ধিমত্তার তুলনায় অনেক এগিয়ে থাকবে, ফলে এই নতুন প্রযুক্তির কারণে চাকরি হারানোর ভয় যে ছেলে-মেয়েরা পাচ্ছেন, তা অমূলক।

এই ফিউচার ফ্রন্টিয়ার ফোরামে এসে পীযূষ গোয়েল বলেন যে, 'ভারত আবশ্যিকভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রটিতে প্রবেশ করতে চলেছে এবং এই নতুন প্রযুক্তি গ্রহণ করতে চলেছে। আমরা এই প্রযুক্তি নিয়ে এমন কোনও উদ্বেগের ক্ষেত্র হিসেবে দেখছি না যা চাকরি হারানোর ভয়কে ত্বরান্বিত করতে পারে।'

তিনি আরও বলেন, 'আমাদের দেশ প্রতিভার কথা বিবেচনা করে, আমি মনে করি আমাদের তথ্যের ক্ষেত্রে AI-এর মাধ্যমে নতুন সম্ভাবনার ব্যাখ্যা করার ক্ষেত্রে বিশ্বকে সাহায্য করার জন্য আরও অনেক পথ খুলে দেওয়া উচিত। তাই আমরা এটিকে কেবল আমাদের লোকেদের পুনরায় প্রশিক্ষণ দেওয়ার এবং আমাদের প্রতিভাকে পুনরায় দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় হিসেবে দেখছি।'

তাঁর কথায়, 'তাই দিনশেষে বেশিরভাগ ভারতীয়ই নিশ্চিত যে মানুষের মন সর্বদাই সর্বোচ্চ থাকবে। এগিয়ে থাকবে, কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহারের জন্য মানুষের মন মস্তিষ্ক বুদ্ধিমত্তা নির্মিত হয়েছে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করতে হবে মানুষের মনকে আর তাই শেষ পর্যন্ত মানুষের বুদ্ধিমত্তাই যে কোনও ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে শ্রেষ্ঠ হবে তা আমি সম্পূর্ণ নিশ্চিত'।

গত বুধবার থেকে দুই দিনের সরকারি যুক্তরাজ্য সফরে ছিলেন পীযূষ গোয়েল। ভারত-যুক্তরাজ্য মুক্তি বাণিজ্য চুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠকগুলি করার লক্ষ্যেই এই সফর। এই হাই-লেভেল সফর মূলত যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও জোরদার করে তুলতে ভারতের ক্রমবর্ধমান প্রচেষ্টাকেই তুলে ধরে। গত মাসে উভয় দেশের প্রধানমন্ত্রী কর্তৃক ভারত-যুক্তরাজ্য এফটিএ ঘোষণার পরে পরেই এটি অনুষ্ঠিত হয়।

একটি সমাজমাধ্যমের পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে 'ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার জন্য আর্থিক কাঠামো, দীর্ঘমেয়াদী অর্থায়ন, নতুন বাণিজ্য সুযোগ উন্মোচনের ক্ষেত্রে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে'।