Artificial Intelligence: পিৎজার (Pizza) দোকানে গেলে আপনার মুড (Mood) অনুযায়ী পিৎজা খেতে পারবেন আপনি। দোকানে আপনার মনের অবস্থা বুঝে সেই অনুসারে পিৎজা দেওয়া হবে আপনাকে। পিৎজা প্রেমীদের জন্য এই ব্যবস্থা থাকতে চলেছে 'পিৎজা হাট'- এর আউটলেটে। জানা গিয়েছে, এই ফুড জায়ান্ট নির্দিষ্ট কিছু শহরে তাদের দোকানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) ভিত্তিক মোড ডিটেক্টর লাগাবে। এর সাহায্যেই ক্রেতার মুড বুঝে সেই অনুযায়ী তাঁকে পিৎজা খাওয়ার অপশন দেওয়া হবে। শোনা গিয়েছে, দিল্লি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরুর এবং চেন্নাইয়ে পিৎজা হাটের দোকানে এই এআই ভিত্তিক মোড ডিটেক্টর থাকতে চলেছে। আপাতত নেই কলকাতার নাম। তবে পিৎজা প্রেমীরা আশাবাদী যে আগামী দিনে এই শহরেও পিৎজা হাটের আউটলেটে এই বন্দোবস্ত থাকবে। 


কীভাবে বোঝা যাবে ক্রেতার মনের অবস্থা


দোকানে গিয়ে এআই ফিচার সমৃদ্ধ ডিভাইসের সামনে দাঁড়াতে হবে ক্রেতাকে। তাকাতে হবে স্ক্রিনের দিকে। এরপর ওই ডিটেক্টর ক্রেতার মুড বুঝে নেবে। তারপরে ডিভাইসেই ভেসে উঠবে ওই ক্রেতার মুডের জন্য একদম ঠিকঠাক পিৎজার নাম। একটি স্ট্যাটিসটিক্যাল মডেলের সাহায্যে ক্রেতার ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখের অভিব্যক্তি, চোখের নড়াচড়া, হাসি- এইসব বোঝার চেষ্টা করবে ওই মোড ডিটেক্টর ডিভাইস। জানা গিয়েছে, ডিভাইসের মধ্যেই থাকবে একটি ক্যামেরা যেখানে ক্রেতাদের এইসব খুঁটিনাটি তথ্য ধরা পড়বে। 


এরপর এই সমস্ত প্যাটার্ন একটি ডেটাবেসের সঙ্গে তুলনা করা হবে। এই ডেটাবেসে থাকছে হাজার হাজার ছবি যা সর্বত্র উপলব্ধ। ক্রেতাদের নিরাপত্তার ব্যাপারটিও মাথায় রাখা হয়েছে। উন্নত ডিভাইসে শুধুমাত্র ক্রেতাদের ফেস প্যাটার্ন সেভ করা হবে, সেটাও নিউম্যারিকাল ডেটা হিসেবে। কোনও ভাবেই কোনও ছবি সেভ হবে না। 


 

হারানো জিনিস খুঁজে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


হারানো জিনিস খুঁজতে সমস্যা হবে না । কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে সহজেই ফিরে পাবেন আপনার সম্বল। সম্প্রতি গবেষণায় এমনই সাফল্য পেয়েছে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রযুক্তি দিয়ে খুঁজে পাওয়া যাবে হারানো জিনিস। আপনার ওষুধ, চশমা হারানো ফোন খুঁজে পেতে রোবটকে সাহায্য করবে এআই প্রোগ্রাম। গবেষকরা প্রাথমিকভাবে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করতে চান। এই ধরনের রোগীরা কেউ নিজেদের জিনিস ভুলে গেলে তা খুঁজতে সাহায্য় করবে এই এআই টেকনোলজি।


আরও পড়ুন- শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?