Poco Earbuds: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন (TWS Earphones)। দেশে লঞ্চ হবে পোকো বাডস এক্স১ (Poco Buds X1) এই ইয়ারবাডসটি। আগামী ১ অগস্ট দুপুর ১২টায় লঞ্চ হবে এই ইয়ারফোন। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়া (Poco India) সংস্থার তরফে একথা জানানো হয়েছে। ওই একই দিনে ভারতে লঞ্চ হবে পোকো এম৬ প্লাস ৫জি ফোনও (Poco M6 Plus 5G)। জানা গিয়েছে, লঞ্চের আগে পোকো বাডস এক্স১ দেশে কেনা যাবে ফ্লিপকার্টের থেকে। পোকো বাডস এক্স১ ইয়ারফোন সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে। এখানে থাকতে চলেছে ইন-ইয়ার ডিজাইন এবং সিলিকন টিপস। পোকো সংস্থার নতুন ইয়ারবাডসে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক টাইটেনিয়াম ড্রাইভার্স থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ইয়ারবাডসে ৪০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকতে চলেছে। পোকো বাডস এক্স১ ইয়ারফোনে একটি কোয়াড মাইক সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি থাকতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। 


পোকো এম৬ প্লাস ৫জি ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১ অগস্ট 


এই ফোনও লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। জানা গিয়েছে, পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট ডিজাইন। ডুয়াল টোন ডিজাইনে মূলত ব্যাক প্যানেলে এই ডিজাইন নিয়ে লঞ্চ হতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। বেগুনি রঙের ডুয়াল টোন শেড থাকতে পারে পোকো- র আসন্ন ফোনে। এছাড়াও এই ডিভাইসে থাকতে পারে ফ্ল্যাট এজ। আর ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউটে সাজানো থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর। পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে রিং আকৃতির এলইডি লাইট থাকতে পারে। আর ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এর সঙ্গে থ্রি এক্স ইন-সেনসর জুম সাপোর্ট থাকবে। চিনে আগেই লঞ্চ হয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। এবার আসতে চলেছে ভারতে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে বড় চমক, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ইন্টারনেট ছাড়াই শেয়ার করা যাবে ফাইল ! 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।