কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup 2024) নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল সাদা কালো শিবির। মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) সঙ্গে ১-১ গোলে ড্র করল ইন্টার কাশী। যে দলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ঘরের মাঠে ইন্টার কাশীর কাছে আটকে গেল মহমেডান স্পোর্টিং। পিছিয়ে পড়ে কোনও মতে ম্যাচ ১-১ গোলে ড্র করল সাদা কালো বাহিনি।


ম্যাচের প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল ইন্টার কাশী। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে মহমেডান। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলেই। পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল মহমেডান ও ইন্টার কাশীর মধ্যে।


মোহনবাগানের (Mohun Bagan SG) কোচের পদ থেকে হাবাসকে সরিয়ে দেওয়ার পর আই লিগের ক্লাব ইন্টার কাশীর হাত ধরে ফের ভারতে ফিরেছেন হাবাস। ইন্টার কাশীর কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি। যদিও এখনও হাবাস ইন্টার কাশী দলের সঙ্গে যোগ দেননি। যদিও ইন্টার কাশীর খেলায় এখন থেকেই আত্মবিশ্বাসের ছাপ। রবিবার দলের সহকারী কোচের তত্ত্বাবধানেই মহমেডানকে আটকে দিল ইন্টার কাশী। 


ম্যাচের ৩৯ মিনিটের মাথায় মহমেডানকে প্রথম ধাক্কা দেয় ইন্টার কাশী। গোল থেকে বেশ খানিকটা দূরে বল পান নিকোলা স্তোয়ানোভিচ। যিনি এক সময় মহমেডান স্পোর্টিংয়ের জার্সিতেই খেলতেন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন স্তোয়ানোভিচ। নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে বর্তমান দলকে এগিয়ে দেন স্তোয়ানোভিচ। গোলের পরে সেলিব্রেশনেও খামতি রাখেননি। প্রথমার্ধের শেষ ১-০ গোলে এগিয়ে ছিল ইন্টার কাশী।


 






দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা শুরু করে সাদা কালো শিবির। ইন্টার কাশীর অর্ধে পরপর বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে মহমেডান। মুহূর্মুহূ আক্রমণের পর গোল পায় মহমেডান। ৬২ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে মহমেডানকে সমতায় ফেরান অ্যাশলে কোলি। কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।


আরও পড়ুন: রেকর্ডবুকে পাল্লা ভারি হরমনপ্রীতদের, হকিতে আজ কখন-কোথায় দেখবেন ভারত-আর্জেন্তিনা ম্যাচ?








আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।