Poco C50: ভারতে লঞ্চ হয়েছে পোকো 'সি' সিরিজের (Poco C Series) ফোন পোকো সি৫০ (Poco C50)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। দুটো রঙে এবং দুটো র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে AI ফিচার যুক্ত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। পোকো সি৫০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। পোকো সি৫০ ফোন আদতে লঞ্চ হয়েছে রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।
পোকো সি৫০ ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫০ ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। Country Green এবং Royal Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৫০ ফোন। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে ১০ জানুয়ারি থেকে। শোনা যাচ্ছে, পোকো সি৫০ ফোনের বেস ভ্যারিয়েন্ট লঞ্চ অফার হিসেবে ৬৯৯৯ টাকার পরিবর্তে ৬২৪৯ টাকায় পাওয়া যাবে।
পোকো সি৫০ ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাহায্যে।
- পোকো সি৫০ ফোনে রয়েছে একটি ৬.৫২ ইঞ্চির HD+ ডিসপ্লে যার রিফ্রেস রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন যেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম।
- পোক সি৫০ ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ব্লুটুথ ভি৫ সাপোর্ট।
Tecno Phantom X2 5G
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। তার আগে থাকছে প্রি-অর্ডার করার ব্যবস্থাও। Moonlight Silver এবং Stardust Grey- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। এই ফোনের রিটেল প্রাইস ৫১,৯৯৯ টাকা। তবে ছাড় দেওয়ার পর এই ফোনের দাম ভারতে হয়েছে ৩৯,৯৯৯ টাকা।
আরও পড়ুন- নতুন বছরে আরও সস্তা এই আইফোন,এখন পাবেন ৩৩,০০০ টাকা কমে