Tech News: নতুন বছরে আপনি যদি একটি প্রিমিয়াম মোবাইল ফোন কেনার কথা ভাবেন,তাহলে দেখতে পারেন এই আইফোনের মডেলটি। আপনি এখন Apple এর iPhone 14 মডেলটি 33,000 টাকা ছাড়ে কিনতে পারবেন Apple গত বছরই iPhone 14 সিরিজ লঞ্চ করেছিল। iPhone 14 লঞ্চ হওয়ার পরে এখন সবথেকে কম দামে অফার প্রাইসে পাওয়া যাচ্ছে।
বাজারে iPhone 14-এর দাম 79,990 টাকা,যদিও ডিসকাউন্টের পরে এটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ 73,990 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এ ছাড়াও এই স্মার্টফোনে গ্রাহকদের আরও অনেক অফারের সুবিধা দেওয়া হচ্ছে।
iPhone 14 : এটি একটি বিশেষ অফারআপনি 73,990 টাকায় Flipkart থেকে iPhone 14-এর 128GB ভেরিয়েন্ট কিনতে পারবেন। এছাড়াও, আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে লেনদেন করেন, সেই ক্ষেত্রে মোবাইল ফোনে আপনি 4,000 টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন। এর মাধ্যমে মোবাইল ফোনের দাম 70,990 টাকায় নেমে আসবে। পাশাপাশি এই স্মার্টফোনে এক্সচেঞ্জ অফারের সুবিধাও দেওয়া হচ্ছে। যার মাধ্যমে আপনি 23,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এর জন্য আপনার পুরনো স্মার্টফোনটি ভাল অবস্থায় থাকতে হবে। আপনি যদি সব অফারের সুবিধা নেন, তাহলে সর্বনিম্ন অর্থাৎ 46,990 টাকায় iPhone 14 কিনতে পারবেন।
Tech News: মোবাইল ফোনের স্পেসiPhone 14-এ গ্রাহকরা একটি 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে পাবেন। এই স্মার্টফোনটি a15 বায়োনিক চিপ সহ আসে। এতে একটি 6 কোর প্রসেসর রয়েছে। ক্যামেরার কথা বলতে গেলে মোবাইল ফোনের পিছনের দিকে 12 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 12-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে।
iPhone 14 : এই মোবাইল ফোনগুলিতে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছেiPhone 14 ছাড়াও, ই-কমার্স ওয়েবসাইটে iPhone 12, Motorola g32, Motorola E40, Redmi 9i সাপোর্টে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। এই মোবাইল ফোনে আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। চলতি বছরেই অ্য়াপলের নতুন ফোন আসতে চলেছে বাজারে। সেই ক্ষেত্রে আরও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবে কোম্পানি। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে টেক বিশ্ব। ইতিমধ্য়েই আইফোন ১৫-এর বিভিন্ন খবর বাজারে আসছে। মনে করা হচ্ছে ,নতুন ফোনের ছবিও টেক সাইটগুলিতে পাওয়া যাবে। শোনা যাচ্ছে, নতুন ফোনে বদলে দেওয়ায় হবে আইফোনের বডি স্ট্রাকচার।
আরও পড়ুন : Royal Enfield: বিক্রি কমল রয়্যাল এনফিল্ডের,ডিসেম্বরে মাত্র এত ইউনিট বিক্রি