Redmi Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 5G Series) সিরিজ। আগামী ৫ জানুয়ারি এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে, ভারতে রেডমি নোট ১২ ৫জি সিরিজের মধ্যে রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে 'প্রো প্লাস' মডেলে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। ইতিমধ্যেই রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। রেডমি সংস্থার এক আধিকারিক রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের camera sample shot ট্যুইটারে শেয়ার করেছেন। শাওমি ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার Alvin Tse ট্যুইটারে রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের স্যাম্পেল ক্যামেরা শট শেয়ার করেছেন। 


 






রেডমি নোট ১২ প্রো (ভারতীয় ভ্যারিয়েন্ট)- এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ৫জি ফোনে ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে। তার সঙ্গে Android-12-based MIUI 13 সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। 

  • এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেনসর ছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


Tecno Smartphone: নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। টেকনো সংস্থার এই ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড HiOS 12.0- এর সাপোর্ট। টেকনো ফ্যান্টম এক্স ২ ৫জি ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ও OIS সাপোর্ট। আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। তার আগে থাকছে প্রি-অর্ডার করার ব্যবস্থাও। Moonlight Silver এবং Stardust Grey- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। এই ফোনের রিটেল প্রাইস ৫১,৯৯৯ টাকা। তবে ছাড় দেওয়ার পর এই ফোনের দাম ভারতে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ভারতে হাজির নয়া ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? দামই বা কত