নয়াদিল্লি : মিডরেঞ্জে ডেডিকেটেড গেমিং ফোনের বাজারে F3 GT আনল Poco। ফোনের ফ্রেম ড্রপ রুখতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ফোনে। যা স্বাভাবিকভাবেই গেমারদের জন্য সুখবর।


টেক ব্লগাররা বলছেন, মিডরেঞ্জে ধামাকা ফোন লঞ্চ করেছে পোকো। বহুদিন ধরেই এই ফোনের বিষয়ে চর্চা চলছিল গেমারদের মধ্যে। এবার তাদের সেই কৌতূহল দূর করল কোম্পানি। মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। বেশিক্ষণ গেমের ক্ষেত্রে আগে ফোন গরম  হওয়ার ইস্যু ছিল। তাই হিট কমাতে ভেপার চেম্বার প্রযুক্তি ব্যবহার করেছে পোকো। 


ভারতে Poco F3 GT-র দাম


ফোনের ৬জিবি ১২৮ জিবি বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬,৯৯৯টাকা। ৮ জিবি মডেলের দাম ২৮,৯৯৯টাকা ধরেছে কোম্পানি। এখানেই শেষ হয়নি ফোনের অপশন। ১২ জিবি ১২৮ জিবির ভ্যারিয়েন্টের অপশন দিচ্ছে কোম্পানি। সেই ক্ষেত্রে ৩০,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে এই গেমিং মডেলের। কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রথম সপ্তাহে সব ফোনেই পাওয়া যাবে ছাড়। ৯ অগাস্টের পর ফের পুরোনো দামেই কিনতে হবে ফোন। 


২৪ জুলাই থেকে ফোনের বুকিং অর্ডার নেবে কোম্পানি। ২৬ জুলাই থেকে শুরু হবে সেল। ফ্লিপকার্টেই কেবল পাওয়া যাবে এই ফোন। গান মেটাল সিলভার, প্রিডেটর ব্ল্যাক রঙে পাওয়া যাবে ফোন। ফ্লিপকার্টে ১০০০ ডিসকাউন্ট দেওয়া হবে ফোনে। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকলেই এই সুয়োগ পাওয়া যাবে।


Poco F3 GT স্পেসিফেকশনস
নতুন মডেলে ৬.৬৭ ইঞ্চির টার্বো অ্যামোলেড ১০ বিট ডিসপ্লে দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। ডেডিকেটেড গেমিং ফোন হলেও ক্যামেরার দিকে খেয়াল রেখেছে কোম্পানি। ফোনে দেওয়া হয়েছে তিনটে রেয়ার ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাই এই ফোনের মূল আকর্ষণ। এ ছাড়াও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরের পাশাপাশি দেওয়া হয়েছে ২ মেগার ম্যাক্রো লেন্স ক্যামেরা। সামনের সেলফি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর। প্রাইমারি ক্যামেরাই এবার বিশেষ ইডি প্রযুক্তি দিয়েছে পোকো। যা 
ডিএসএলআর ক্যামেরার সঙ্গে তুলনীয়।