Poco Smartphone: সম্প্রতি ভারতে নতুন একটি ফোন লঞ্চ করেছে পোকো সংস্থা। গত ১৪ মার্চ ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৫ ফোন। শোনা যাচ্ছে, আগামী মাসে আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। এবার লঞ্চ হতে পারে পোকো এফ৫ ৫জি (Poco F5 5G) ফোন। শোনা যাচ্ছে, ৬ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রেডমি নোট ১২ টার্বো (Redmi Note 12 Turbo)- এই মডেল এখনও রিলিজ হয়নি। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো এফ৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সম্ভবত। শাওমির সাব-ব্র্যান্ড পোকো'র ফোন ক্রমশ জনপ্রিয় হচ্ছে দেশে। শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ টার্বো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর থাকতে পারে। এর থেকে অনুমান, পোকো এফ৫ ৫জি ফোনের কোয়ালকমের চিপসেট থাকবে। 


পোকো এফ৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন


যেহেতু বলা হচ্ছে পোকো এফ৫ ৫জি ফোন রেডমি নোট ১২ টার্বো মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে, তাই দুই ফোনের মধ্যে ফিচার ও স্পেসিফিকেশনের ক্ষেত্রে মিল থাকার সম্ভাবনা রয়েছে। পোকো সংস্থার আসন্ন ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনের প্রসেসরের সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। এই ৫জি ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে। 


পোকো এফ৫ ৫জি ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে। তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকারও সম্ভাবনা রয়েছে। পোকো এফ৫ ৫জি ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। এর পাশাপাশি এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৩০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


iQoo Z7 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone) সংস্থার নতুন ৫জি (5G Phone) ফোন। আগামী ২১ মার্চ লঞ্চ হবে আইকিউওও জেড৭ ৫জি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে। প্রথম ভ্যারিয়েন্টের দাম হবে ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম হবে ১৯,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হবে ১৭,৪৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ন্টের দাম হবে ১৮,৪৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। ২১ মার্চ দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। আর তার বিক্রি শুরু হবে বেলা ১টা থেকে। 


আরও পড়ুন- প্রতারণার নতুন ছক, হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে চাকরির 'টোপ'