Poco Smartphone: পোকো এফ৫ সিরিজ (Poco F5 Series) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ৯ মে। পোকো এফ৫ ৫জি (Poco F5 5G) এবং পোকো এফ৫ প্রো ৫জি (Poco F5 Pro 5G) এই দুই ফোন লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ সিরিজে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার প্রকাশ্যে এসেছে। পোকো এফ৫ প্রো ৫জি ফোনের ডিসপ্লের সম্পর্কে তথ্য জানা যায়নি। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর তার সঙ্গে থাকতে পারে এলইডি ফ্ল্যাশ। 


ডিসপ্লে- পোকো এফ৫ প্রো ৫জি ফোনে থাকতে পারে একটি WQHD+ ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লের উপরের বর্ডারের মাঝ বরাবর থাকতে পারে পাঞ্চ হোল। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। পোকো এফ৫ প্রো ৫জি ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 


ক্যামেরা- পোকো এফ৫ প্রো ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এলইডি ফ্ল্যাশ থাকতে পারে এই ক্যামেরা সেটআপের সঙ্গে। পোকো এফ৫ ৫জি প্রো ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


প্রসেসর- পোকো এফ৫ প্রো ৫জি ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকার কথা শোনা গিয়েছে। 


ব্যাটারি- পোকো এফ৫ প্রো ৫জি ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট থাকতে পারে। ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকতে পারে এই ফোনে। এছাড়াও এই ফোনে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ফেস রেকগনিশন সাপোর্ট। 


Vivo Smartphone: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, এই ফোন একটি অ্যাফোর্ডেবল রেঞ্জের অর্থাৎ বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। এখনও পর্যন্ত ভিভোর নতুন ফোন সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, ভিভো ওয়াই৩৬ ৪জি (Vivo Y36 4G) ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে। গতবছর ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৩৫। অনুমান তারই সাকসেসর মডেল আসতে চলেছে এবার।


আরও পড়ুন- শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?