Gaming Phones: ভারতে হাজির পোকো এফ৭ ৫জি ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। গেম খেলার কথা মাথায় রেখেই এই ফোন তৈরি করা হয়েছে। তাই অনেকক্ষণ গেম খেললেও ফোন যাতে ঠান্ডা থাকে তার জন্য ৬০০০ স্কোয়ার মিলিমিটার আয়তনের ভেপার কুলিং চেম্বার রয়েছে এই ফোনে। এছাড়াও পোকো এফ৭ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। পোকো এফ৭ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এছাড়াও পোকো এফ৭ ৫জি ফোনে পাবেন ৭৫৫০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। 

Continues below advertisement

ভারতে পোকো এফ৭ ৫জি ফোনের দাম কত 

পোকো এফ৭ ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ৩৩,৯৯৯ টাকা। ১ জুলাই থেকে ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হবে। তিনটি রঙে পোকো এফ৭ ৫জি ফোন কেনার সুযোগ পাবেন ক্রেতারা। 

Continues below advertisement

পোকো এফ৭ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি AMOLED স্ক্রিন এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। 
  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। HyperOS 2.0 - এর সাপোর্টে পরিচালিত হবে ফোনটি। চার বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাবেন ইউজাররা। 
  • একাধিক AI ফিচার রয়েছে এই ফোনে। তার মধ্যে গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ- এই দুই ফিচারও রয়েছে। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। 
  • WildBoost Optimisation 3.0- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সাহায্যে ইউজারদের গেমিং এক্সপিরিয়েন্স ভাল হবে বলে দাবি করেছে সংস্থা। এই ফোনে অ্যালুমিনিয়াম মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। 
  • এই ফোনে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ২২.৫ ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্টও। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য।