Poco M6 5G: ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৬ ৫জি (Poco M6 5G) ফোন। বলা হচ্ছে এটি এখনও পর্যন্ত সবচেয়ে সস্তার ৫জি ফোন (5G Phone)। পোকো সংস্থার এই ৫জি মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- র সাপোর্ট। পোকো এম৬ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে।
পোকো এম৬ ৫জি ফোনের দাম
এই ফোন লঞ্চ হয়েছে Galactic Black এবং Orion Blue- এই দুই রঙে। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১০,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৪৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে এই ফোন। আগামী ২৬ ডিসেম্বর দুপুর ১২টা (ভারতীয় সময়) শুরু হবে ফোনের বিক্রি। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে ফোন কিনতে গেলে ক্রেতারা ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
পোকো এম৬ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে এই ফোনে।
- পোকো এম৬ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটূথ ৫.৩, জিপিএস, টাইপ-সি ইউএসবি কানেক্টিভিটি রয়েছে।
নাথিং ফোন ২এ
নাথিং ফোন ২এ যে লঞ্চ হতে চলেছে একথা আগেই প্রকাশ্যে এসেছে। নাথিং সংস্থার তৃতীয় ফোন সম্পর্কে এখন বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। বলা হচ্ছে, আগের দুই মডেলের তুলনায় নাথিং ফোন ২এ- এর দাম কিছুটা কম হতে পারে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এবং দাম সম্পর্কে কিছু আভাস পাওয়া যায়নি নাথিং সংস্থার তরফে। তবে ডিজাইন মোটামুটি ভাবে আগের নাথিং ফোনগুলির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফিচার এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে অনুমান। আগামী বছর অর্থাৎ ২০২৪- এর প্রথম তিনমাসের মধ্যে নাথিং ফোন ২এ লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- অবিশ্বাস্য! সস্তায় নতুন মডেল নিয়ে এল Oppo, কী ফিচার্স রয়েছে?