Poco Smartphones: গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে পোকো এম৬ প্রো (Poco M6 Pro 4G) ফোনের ৪জি ভার্সান। ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে পোকো এম৬ প্রো ফোনের ৫জি (Poco M6 Pro 5G) ভ্যারিয়েন্টের গতবছর অর্থাৎ ২০২৩ সালের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। দেখে নেওয়া যাক পোকো এম৬ প্রো ৪জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। 


পোকো এম৬ প্রো ৪জি গ্লোবাল ভ্যারিয়েন্ট



  • এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ আলট্রা চিপসেট। তার সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Flow AMOLED প্যানেল রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপর রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন। 

  • ১২ জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে এই ফোনে। আর রয়েছে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যাড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এম৬ প্রো ৪জি ফোন। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • পোকো এম৬ প্রো ৪জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে ৪জি ছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি, টাইপ-সি ইউএসবি এবং জিপিএস সাপোর্ট। আর রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোন IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম। 


পোকো এক্স৬ সিরিজ 


ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে পোকো এক্স৬ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে দেশে। আগামী ১৬ জানুয়ারি থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। পোকো এক্স৬ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। পোকো এক্স৬ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ১০ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y