Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে পোকো সংস্থার নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে পোকো এম৭ ৫জি ফোন। জানা গিয়েছে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে এই ফোনে। পোকো এম৭ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে পোকো এম৭ ৫জি ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
ভারতে পোকো এম৭ ৫জি ফোনের দাম
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৯৯৯ টাকা। ৭ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হচ্ছে। শুধুমাত্র সেই দিনই এই দামে পোকো এম৭ ৫জি ফোন কেনা যাবে। অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে পোকো সংস্থার নতুন ৫জি ফোন। ৭ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে বিক্রি। মিন্ট গ্রিন, ওশান ব্লু, স্যাটিন ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৭ ৫জি ফোন। প্রথম দিনই কিনে নিলে পাবেন ছাড়। ৭ মার্চের পর দাম বাড়তে পারে এই ফোনের।
পোকো এম৭ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে ৬.৮৮ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এম৭ ৫জি ফোন।
- পোকো সংস্থার নতুন ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটের সেকেন্ডারি সেনসরের মেগাপিক্সেল সম্পর্কে কিছু জানা যায়নি।
- পোকো এম৭ ৫জি ফোন লঞ্চ হয়েছে পোকো এম৬ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। গতবছর ডিসেম্বরেই ভারতে পোকো এম৭ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে। এবার লঞ্চ হল বেস মডেল বা ভ্যানিলা ভ্যারিয়েন্ট। এই ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরে 30fps - এ 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।
- অকো এম৭ ৫জি ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের বাক্সে থাকছে ৩ ৩ওয়াটের চার্জার। ইউজারদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ফোনের সাইডের অংশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।