Poco Pad 5G: ভারতে পোকো প্যাড ৫জি (Poco Pad 5G) লঞ্চ হতে চলেছে। অবশেষে প্রকাশ্যে এসেছে দিনক্ষণ। আগামী ২৩ অগস্ট দুপুর ১২টায় পোকো সংস্থার এই ট্যাব (Poco Tablet) দেশে লঞ্চ হবে বলে এক্স মাধ্যমে ঘোষণা করেছে পোকো ইন্ডিয়া (Poco India) কর্তৃপক্ষ। চলতি বছর মে মাসে পোকো প্যাডের ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট নির্দিষ্ট কিছু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। অনুমান করা হচ্ছে, পোকো প্যাডের গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচারের মতো ফিচারই ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে। অতিরিক্ত থাকবে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট। এই মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১০ হাজার এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ভারতে নীল রঙে পোকো প্যাড ৫জি লঞ্চ হতে চলেছে। এক্স মাধ্যমে তেমনই আভাস পাওয়া গিয়েছে। এছাড়াও এর সঙ্গে থাকতে চলেছে একটি কিবোর্ড এবং একটি stylus, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট ও ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ভারতে পোকো প্যাড ৫জি লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ই-কমার্স সংস্থার মাইক্রোসাইট থেকেই ট্যাবের ফিচার সম্পর্কে আন্দাজ পাওয়া গিয়েছে।
পোকো প্যাড ৫জি ট্যাবলেটে কী কী ফিচার থাকতে পারে দেখে নেওয়া যাক
- পোকো প্যাড ৫জি মডেলে ১২.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- এই ট্যাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
- পোকো প্যাড ৫জি ট্যাবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাপোর্ট থাকতে পারে।
- ট্যাবের ব্যাক এবং ফ্রন্ট প্যানেলে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ট্যাবে Dolby Atmos সাপোর্ট যুক্ত কোয়াড স্পিকার থাকতে পারে।
- ১০,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে সঙ্গে ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- পোকো সংস্থার এই ট্যাবে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন দুই ফোন, থাকছে নজরকাড়া ক্যামেরা সেনসর ও ব্যাটারি সাপোর্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।