Poco Phones: গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ ৪জি ফোন (Poco M6 4G)। কেমন দেখতে হবে এই ফোন অর্থাৎ পোকো (Poco Smartphones) এম৬ ৪জি ফোনের ডিজাইন, কোন কোন রঙে লঞ্চ হবে এবং কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে তা জেনে নিন আনুষ্ঠানিক লঞ্চের আগে। পোকো এম৬ ৪জি ফোন কবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে সেই দিনক্ষণও জানা গিয়েছে। পোকো এম৬ ৫জি, এম৬ প্রো ৫জি- এই তালিকায় যুক্ত হবে পোকো এম৬ ৪জি ফোনের নাম। অন্যদিকে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে। এই ফোন দেশে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই বলেই অনুমান। এর পাশাপাশি পোকো এম৬ ৪জি ফোনের দাম আর্লি বার্ড প্রাইসে কত হবে এবং কী কী র্যাম ও স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে সেটাও জানা গিয়েছে।
আগামী ১১ জুন পোকো এম৬ ৪জি ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই ফোনের দাম আর্লি বার্ড সেলে হতে চলেছে $129, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১০,৮০০ টাকা। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে চলেছে এই মডেল। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের ফোনের দাম হতে পারে $149, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২,৪০০ টাকা। পোকো সংস্থার গ্লোবাল ওয়েবসাইটে এই ফোন পাওয়া যেতে পারে কালো, পার্পল এবং রুপোলি রঙে।
পোকো এম৬ ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে থাকতে চলেছে ৬.৭৯ ইঞ্চির DotDisplay যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন।
- পোকো এম৬ ৪জি ফোনে থাকবে একটি মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে।
- এই ফোন পরিচালিত হবে Android 14-based Xiaomi HyperOS- এর সাহায্যে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকবে বলে জানা গিয়েছে। এই রেয়ার ক্যামেরায় 1080p ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- পোকো এম৬ ৪জি ফোনে একটি ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
আরও পড়ুন- ভারতে শাওমি ১৪ সিভি ফোনের দাম কত হতে পারে? আনুষ্ঠানিক লঞ্চের আগে জেনে নিন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।