Xiaomi Phones: শাওমি ১৪ সিনেম্যাটিক ভিশন ফোন (Xiaomi 14 Civi Phone) আগামী ১২ জুন লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, চিনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ প্রো ফোনের (Xiaomi Civi 4 Pro) rebadged ভার্সান হিসেবে শাওমি ১৪ সিভি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই প্রথম ভারতে সিনেম্যাটিক ভিশনের ফোন (Cinematic Vision or Civi Phone) লঞ্চ করতে চলেছে শাওমি (Xiaomi Smartphones) সংস্থা।
ভারতে শাওমি ১৪ সিভি ফোনের কী কী ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে এবং দাম কত হতে পারে
টিপস্টার অভিষেক যাদব এক্স পোস্টে দাবি করেছেন ভারতে শাওমি ১৪ সিভি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম হতে পারে ৪৩ হাজার টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়েও শাওমি ১৪ সিভি ফোনের একটি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে বলে দাবি করেছেন ওই টিপস্টার। কিন্তু এই মডেলের দাম সম্পর্কে কোনও আভাস দেননি তিনি। আগেই শাওমি ইন্ডিয়ার সিএমও অনুজ শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে শাওমি ১৪ সিভি ফোনের দাম ভারতে ৫০ হাজার টাকার কমেই শুরু হবে।
শাওমি ১৪ সিভি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন
- এই ফোনে থাকবে AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে পারে।
- শাওমি ১৪ সিভি ফোন অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে পরিচালিত হতে পারে।
- Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচার দেখা যাবে শাওমির এই সিনেম্যাটিক ভিশন ফোনে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে।
- দুটো ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে শাওমি ১৪ সিভি ফোনে।
- ৩২ মেগাপিক্সেলের দুটো ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।
- শাওমি ১৪ সিভি ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- এই ফোন ৭.৪ মিলিমিটার পুরু হতে পারে।
- Cruise Blue, Matcha Green, Shadow Black- এই তিন রঙে লঞ্চ হতে পারে শাওমি ১৪ সিভি ফোন।
আরও পড়ুন- ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট ! চোখের নিমেষে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে ফোনে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।