Earbuds: স্মার্টফোনের (Smartphones) পর এবার ইয়ারবাডস (Earbuds) লঞ্চ করল পোকো (Poco) সংস্থা। ভারতে লঞ্চ হয়েছে Poco Pods। এই ইয়ারবাডসের মার্কেট প্রাইস ২৯৯৯ টাকা হলেও শুরুতে কেনা যাচ্ছে ১১৯৯ টাকায়। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই ইয়ারবাডস। ভারতে ২০ হাজার টাকার কমে বেশ কিছু ফোন লঞ্চ করেছে পোকো সংস্থা। এবার বাজেট ফ্রেন্ডলি ইয়ারবাডস লঞ্চ করে গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে এই সংস্থা। কালো এবং হলুদ রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। লম্বা স্টেম এবং সিলিকনের ইয়ারবাডস রয়েছে Poco Pods- এর মধ্যে। এর ডিজাইন অনেকটা অ্যাপেল এয়ারপডস প্রো মডেলের মতো। চার্জিং কেসটি দেখতে অনেকটা ডিমের মতো। সামনের অংশে হলুদ রঙে ব্র্যান্ড হিসেবে লেখা রয়েছে পোকো। 


এবার দেখে নেওয়া যাক Poco Pods- এর বিভিন্ন ফিচার



  • মূলত অ্যান্ড্রয়েড ফোনের জন্য ডিজাইন হওয়া এই ইয়ারবাডসে রয়েছে স্ট্যান্ডার্ড SBC Bluetooth codec সাপোর্ট। তবে ব্লুটুথের মাধ্যমে আইফোন ইউজাররাও ব্যবহার করতে পারবেন এই ইয়ারবাডস।

  • চার্জিং কেস সমেত Poco Pods ৩০ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সাপোর্ট দেবে বলে দাবি করেছে সংস্থা। ওয়্যারলেস রেঞ্জ থাকবে ১০ মিটার পর্যন্ত। চার্জ হতে সময় লাগবে ১.৫ ঘণ্টা। তবে ইউএসবি টাইপ সি পোর্ট নাকি মাইক্রো ইউএসবি পোর্ট কী দিয়ে চার্জ দেওয়া যাবে তা জানা যায়নি এখনও। 

  • পোকো সংস্থার দাবি Poco Pods একটি সোয়েট প্রুফ ডিভাইস অর্থাৎ ঘামে নষ্ট হবে না। তাই ওয়ার্ক আউট করার সময় অনায়াসে এই ইয়ারবাডস পরে থাকা যাবে। 

  • ফোন করার জন্য ইন-বিল্ট মাইক্রোফোন রয়েছে এই ইয়ারবাডসে। যেহেতু দাম অনেকটাই কম রয়েছে তাই অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকবে না এই ইয়ারবাডসে, এমনটাই অনুমান। তবে কিছুটা পরিমাণে নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকতে পারে। যদিও এই প্রসঙ্গে বিশদে কিছু জানা যায়নি।


ইনফিনিক্স জিটি ১০ প্রো


আগামী ৩ অগস্ট এই ফোন লঞ্চ হবে দেশে। এই ফোনের বাক্সেই থাকতে চলেছে এই আধুনিক ফিচার, যার সাহায্যে ইউজাররা ফোনের বাক্সকেই স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এই ব্যাপারে বিশদে কিছু জানায়নি ইনফিনিক্স সংস্থা। অর্থাৎ কীভাবে ফোনের বাক্স স্পিকার হিসেবে কাজ করবে তা জানা যায়নি। শোনা যাচ্ছে, ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যেই হবে। এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে দুটো ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ফোনের বিক্রি শুরু হওয়ার আগে ৫০০০ ক্রেতা প্রি-বুকিংয়ের সুযোগ পাবেন। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে পেতে পারেন রেডমির নতুন ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?