Poco Smartphones: ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ৫জি (Poco X6 Neo 5G) ফোন। পোকো 'এক্স' সিরিজের (Poco X Series) এই ফোন তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন কেনা যাবে। পোকো এক্স৬ নিও ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। রেডমি নোট ১৩আর প্রো (Redmi Note 13R Pro) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ৫জি ফোন। 


ভারতে পোকো এক্স৬ নিও ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোন লঞ্চ হয়েছে ১ ২জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। সেই মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। Astral Black, Horizon Blue, Martian Orange- এই তিন রঙে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ৫জি ফোন। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কিংবা ইএমআই ট্রানজাকশনে এই ফোন ফ্লিপকার্ট থেকে কিনলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনা হলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পেতে পারে। আজ অর্থাৎ ১৩ মার্চ সন্ধে ৭টা থেকে পোকো এক্স৬ নিও ৫জি ফোন কেনা যাবে স্পেশ্যাল আর্লি অ্যাকসেস সেলে। 


পোকো এক্স৬ নিও ৫জি ফোনের বিভিন্ন ফিচার



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এক্স৬ নিও ৫জি ফোন। 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লের উপরে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন এবং উপরের দিকের বর্ডার অংশের মাঝবরাবর  রয়েছে হোল পাঞ্চ কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • এই ফোনে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে এই অনবোর্ড মেমরির পরিমাণ আরও ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে মেমরির পরিমাণ বৃদ্ধি করা যাবে। পোকো এক্স৬ নিও ৫জি ফোনে রয়েছে গ্রাফাইট শিট। গেম খেলার সময় ফোন গরম হয়ে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজে লাগবে এই গ্রাফাইট শিট। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে 3x sensor zoom। এছাড়াও এই ক্যামেরা মডিউলে ২ মেগাপিক্সেলের একটি শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের Early Bird Sale, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?