Poco X6 Neo: ভারতে পোকো সংস্থা নতুন 'নিও' ফোন (Poco Neo Smartphone) লঞ্চ করতে চলেছে একথা আগেই শোনা গিয়েছিল। এবার সেই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে এল। ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ নিও (Poco X6 Neo) ফোন। আগামী ১৩ মার্চ দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়া (Poco India) এই ঘোষণা করেছে। বলা হচ্ছে, রেডমি নোট ১৩আর প্রো (Redmi Note 13R Pro) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে পোকো এক্স৬ নিও ফোন। ফ্লিপকার্ট (Flipkart) থেকে পোকো এক্স৬ নিও ফোন কেনা যাবে। নীল রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন। এখানে থাকতে চলেছে একটি আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে দুটো ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। অর্থাৎ পোকো এক্স৬ নিও ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। 


পোকো এক্স৬ নিও ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। নীল রঙ ছাড়াও কমলা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। অর্থাৎ অন্তত দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্লিপকার্টের সাইটে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই ফোনে bezel-less ডিজাইন থাকতে পারে। ফ্ল্যাট ডিসপ্লে থাকার কথা রয়েছে পোকো এক্স৬ নিও ফোনে। তার উপরে পাঞ্চ হোল কাট আউট থাকবে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। পোকো সংস্থার আসন্ন ফোন ৭.৬৯ মিলিমিটার পুরু হতে পারে। 


এর আগে শোনা গিয়েছিল, পোকো এক্স৬ নিও ফোন ৮ জিবি র‍্যাম এবং দুটো স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হবে। এই ফোনের দাম শুরু হবে ১৮ হাজার টাকার কমে। একটি OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও পোকো এক্স৬ নিও ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। পোকো এক্স৬ নিও ফোন যদি সত্যিই রেডমি নোট ১৩আর প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন অনেক ক্ষেত্রেই এক হতে পারে। পোকো এক্স৬ নিও ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত OLED স্ক্রিন থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এর পাশাপাশি এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। 


আরও পড়ুন- শাওমির ১৪ ফোনের সঙ্গে একইদিনে ভারতে হাজির শাওমি ১৪ আলট্রা, দাম কত? কী কী ফিচার রয়েছে?