Xiaomi 14 Ultra: শাওমি ১৪ (Xiaomi 14) ফোনের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) মডেল। শাওমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এই ফোন ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোনের এই ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোন কিনলে তিন মাসের জন্য ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাবেন ক্রেতারা। আগামী ১২ এপ্রিল দুপুর ১২টা থেকে শাওমি ১৪ আলট্রা ফোনের বিক্রি শুরু হবে। শাওমির অফিশিয়াল ওয়েবসাইট এবং শাওমি হোম আউটলেটগুলি থেকে এই প্রিমিয়াম ফোন কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে থাকবে ৫০০০ টাকা ছাড়। এছাড়াও এক্সচেজ অফার হিসেবে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ৯৯৯৯ টাকার মাধ্যমে শাওমি ১৪ আলট্রা ফোন প্রি-রিজার্ভ করতে পারবেন আপনি। ১১ মার্চ থেকে শুরু হবে এই প্রক্রিয়া। যাঁরা এই ফোনের প্রি-রিজার্ভ করবেন তাঁরা শাওমি ১৪ আলট্রা ফোনের বিক্রি শুরুর আগে ৮ এপ্রিল হাতে ফোন পেয়ে যাবেন। একে বলা হচ্ছে ফোনের রিজার্ভ এডিশন।


শাওমি ১৪ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নেওয়া যাক 



  • এই ফোনে ৬.৭৩ ইঞ্চির LTPO AMOLED micro-curved ডিসপ্লে ইয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হব Android 14-based HyperOS- এর সাহায্যে। 

  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জে ৩ চিপসেট রয়েছে যার সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • শাওমি ১৪ আলট্রা ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে একটি গোলাকার ক্যামেরা মডিউলে সাজানো রয়েছে ক্যামেরা সেনসরগুলি। এখানে ৫০ মেগাপিক্সেলের Sony LYT900 প্রাইমারি ক্যামেরা সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন), দুটো ৫০ মেগাপিক্সেলের Sony IMX858 সেনসর (3.2x optical zoom এবং 5x optical zoom), ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড, ৮০ ওয়াটের ওয়্যারলেস এবং ১০ ওয়াটের ওয়্যার লেস চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। এই ফোন ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও এবং আরও অনেক কিছুর সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন, কত দামে কেনা যাবে? কী কী ফিচার রয়েছে