Poco X6 Neo: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে পোকো (Poco Smartphones) সংস্থা। লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ নিও (Poco X6 Neo)। এটিই চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে প্রথম 'পোকো ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। 'নিও' ব্র্যান্ডের মধ্যে এই ফোন লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। এই ফোনের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে ডিজাইন। কারণ Gen Z-দের আকর্ষণ করাই এই ফোন লঞ্চের মূল উদ্দেশ্য। এখনও পোকো এক্স৬ নিও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ভারতের বাজারে এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই বলেই অনুমান। আগামী সপ্তাহের মধ্যে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ভারতে পোকো এক্স৬ নিও ফোনের দাম ১৬ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে। একাধিক র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে দেশে।
পোকো এক্স৬ নিও ফোনের লাইভ ছবি ফাঁস হয়েছে, সেখান থেকে ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে আন্দাজ পাওয়া গিয়েছে
ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। কমলা রঙে পোকো এক্স৬ নিও ফোন লঞ্চ হতে পারে। ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকে লেখা থাকবে পোকো ব্র্যান্ডিং। এছাড়াও থাকবে সামান্য উঁচু ক্যামেরা মডিউল। সম্প্রতি রেডমি নোট ১৩আর প্রো মডেল লঞ্চ হয়েছে। এই ফোনের সঙ্গে স্পেসিফিকেশন পোকো এক্স৬ নিও ফোনের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে এই লাইভ ছবি প্রকাশ্যে আসার পর থেকে। এমনিতে ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন ফ্ল্যাট থাকছে। তবে ব্যাক প্যানেলে একটি প্যাটার্ন থাকবে যা অনেকটা রেডমি নোট ১৩আর প্রো ফোনের মতো। যে ছবি প্রকাশ্যে এসেছে তা থেকে বোঝা গিয়েছে যে পোকো এক্স৬ নিও ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ভলিউম নিয়ন্ত্রণের বাটন এবং পাওয়ার অন/অফ বাটন থাকবে ফোনের বাঁদিকে। পোকো এক্স৬ নিও ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। রেডমি নোট ১৩আর প্রো ফোনের সঙ্গে ফিচারের দিক থেকে পোকো এক্স৬ নিও ফোনের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- ফ্লিপকার্টে চালু ইউপিআই পরিষেবা, কারা সুবিধা পাবেন? কী কী চমক রয়েছে?