Poco Smartphones: পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series) আগামী ১১ জানুয়ারি ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোন। গতবছর ফেব্রুয়ারি মাসে পোকো এক্স৫ সিরিজ লঞ্চ হয়েছিল। সেখানে ছিল পোকো এক্স৫ এবং পোকো এক্স৫ প্রো- এই দুই ফোন। এবার আসছে তারই সাকসেসর মডেল। জানা গিয়েছে, পোকো এক্স৬ প্রো ফোনটি রেডমি কে৭০ই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ইতিমধ্যেই পোকো এক্স৬ প্রো ফোনের বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন জেনে নেওয়া যাক, কেমন হতে চলেছে এই ফোন। 


পোকো এক্স৬ প্রো ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক 


এক্স মাধ্যমের একটি পোস্টে পোকো ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে  যে, পোকো এক্স৬ প্রো ফোনে থাকতে চলেছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে 2x lossless in-sensor zoom ফিচারের সাপোর্ট। এছাড়াও জানা গিয়েছে, পোকো এক্স৬ প্রো ফোনে 1.5K AMOLED প্যানেল থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হতে পারে সর্বোচ্চ ১২০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকতে পারে। শাওমির নতুন HyperOS out-of-the-box- এর সাপোর্ট থাকবে নতুন পোকো এক্স৬ প্রো ফোনে। আর লঞ্চের পর ভারতে ক্রেতারা এই ফোন কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে। 


পোকো এক্স৬ প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। এছাড়াও অনুমান করা হচ্ছে, এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। পোকো এক্স৬ প্রো ফোনে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। কালো, ধূসর এবং হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে এবং দাম হতে পারে আনুমানিক ২৯,৫০০ টাকা। পোকো এক্স৬ প্রো ফোনের হলুদ রঙের ভ্যারিয়েন্টে একটি ভেগান লেদার ফিনিশ থাকবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ, তার আগেই দেশে ১০ হাজার টাকা দাম কমল গ্যালাক্সি এস২৩ সিরিজের