Silent Baraat Viral Video: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই আশ্চর্য ভিডিয়ো। শীতের মরসুম। এই সময়ে চারদিকে অনেক বিয়েবাড়ি, উৎসবের মেজাজ। ঢাক-ঢোল-তাসা নিয়ে বিয়ে করতে যাবেন বর, আর বরযাত্রীরা (Silent Baraat) সেই গানের তালে তালে নাচতে নাচতে আনন্দ করতে করতে যাবেন বিয়ের মণ্ডপে। এটাই রীতি। কিন্তু এ কেমন বরযাত্রী ? এ কেমন আনন্দ ? গান-বাজনার আওয়াজ কিছুই শোনা যাচ্ছে না। তারপরেও আনন্দে এতটুকু কমতি নেই। কেন মুহূর্তে এই বরযাত্রীর ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়ে উঠল ?


ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিয়ের (Wedding Ceremony) অনুষ্ঠান, বরযাত্রীরা সব আনন্দে মাতোয়ারা। অদ্ভুতভাবে সবার কানে হেডফোন। ভিডিয়োতে একটি গান বাজতে শোনা যায়। কিন্তু কিছুক্ষণ পর বোঝাই যায়, আদপে গানটা তাঁরা হেডফোনেই শুনছেন। বাইরে কোনও আওয়াজ হচ্ছে না। বরযাত্রীর দলের সকলের কানেই হেডফোন, সকলেই আনন্দ করছেন। অথচ বাইরে কোনও আওয়াজ না হওয়ায় আশপাশের মানুষজন কেউ বিরক্ত হচ্ছেন না। কারও অসুবিধে হচ্ছে না। অতিরিক্ত শব্দের কারণে কেউ বিব্রতবোধ করছেন না। এই ভিডিয়োর মধ্যে লেখা ছিল 'এ সাইলেন্ট ডিস্কো বারাত'। 'বোলো তা রা রা' গানের তালে তালে নেচে উঠছেন সকলেই।



মাত্র কয়েকদিন আগেই এই ভিডিয়ো (Viral Video) সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে, আর তারপরেই হাজার হাজার লাইক পড়ে যায় এতে। প্রচুর কমেন্টের বন্যায় ভেসে যায় পোস্ট। অনেকে এই অদ্ভুত বরযাত্রীদের (Silent Baraat) দেখে প্রশংসা করেছেন কারণ তাঁদের এই আয়োজন শব্দদূষণ ঘটাচ্ছে না, কারও অসুবিধে সৃষ্টি করছে না। আবার কেউ কেউ লিখেছেন, 'এদের দেখে মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও পরিবেশের ভারসাম্য বজায় রাখছেন তাঁরা'। অনেকে আবার তাঁদের এ ব্যাপারে অপছন্দের কথাও বলেছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, বরযাত্রীদের (Silent Baraat) যদি হেডফোন দেওয়া হয়, সেগুলো আর বিয়ের পর ফেরত পাওয়া যাবে না। এই প্রসঙ্গেই আরেকটি কমেন্টে একজন লেখেন যে, কেউ যদি খুব উত্তেজিত হয়ে হেডফোন ভেঙে ফেলেন কী হবে!


বিয়ের (Wedding Ceremony) মরশুমে অদ্ভুতেই উদ্‌যাপনের ভিডিয়ো ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। আজকের দিনে দাঁড়িয়েও প্রচুর গান-বাজনা, বাজি ফাটানো, ডিজে, উদ্দাম নাচ ছাড়া এভাবেও যে আনন্দ করা যায়, সেই ধারণাটিকে নেটিজেনদের অনেকেই কুর্নিশ জানিয়েছেন।


আরও পড়ুন: Viral News: দুবাইতে ফিরল ভাগ্যর চাকা, নতুন বছরে ৪৪ কোটির লটারি জিতলেন ভারতীয় গাড়িচালক!