Damage Note Exchange: ছেঁড়া নোট বাড়াতে পারে চিন্তা ! দেশের নাগরিকদের এই সমস্য়ার সমাধানে সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে আপনার ছেঁড়া নোটগুলির জন্য টাকা দেয় আর্থিক প্রতিষ্ঠানগুলি। তবে সেই ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। 


Reserve Bank Of India: ছেঁড়া নোট নিয়ে কী নিয়ম রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ? 
অনেক সময় ঘটে যায় এই ঘটনা। কোনও না কোনও প্রকারে আপনার কাছে চলে আসে ছেঁড়া নোট (Damage Note Exchange)। কখনওবা নোটের বান্ডিলের ভিতরে ঢুকে থাকে কিছু এই ধরনের নোট। 


এইসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই তাড়াহুড়োর কারণে ছেঁড়া টাকা দেখতে পারেন না অনেকেই। এরপরই শুরু হয় আসল সমস্যা। আপনার কাছ থেকে এই ধরনের নোট নিতে চান না কেউ। সবজি বিক্রেতা, অটোওয়ালা, বাস কন্ডাক্টর বা দুধ বিক্রেতা এই ধরনের নোট ফিরিয়ে দেন। সেই ক্ষেত্রে আপনার কাছে একটাই অপশন বাকি থাকে, ব্যাঙ্কে গিয়ে ছেঁড়া নোট জমা দেওয়া। জেনে নিন, এই বিষয়ে ব্যাঙ্কের জন্য RBI কী নিয়ম বেঁধেছে।


Damage Note Exchange: ব্যাঙ্ক দেবে ছেঁড়া নোট বদলের সুবিধা 
বাজারে প্রায়ই নোট বিকৃত বা নষ্ট হয়ে গেলে কোনও দোকানদার নেন না। এই কারণে, আপনার কাছে এই ধরনের খারাপ নোটের সংখ্যা বাড়তেই থাকে।  আপনি সহজেই ব্যাঙ্কে গিয়ে এই ধরনের নোট বদলে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে ব্যাঙ্ক কিছু শর্তে আপনার খারাপ নোটগুলির পরিবর্তে টাকা দিয়ে থাকে।  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)এই বিষয়ে একটি সার্কুলারও জারি করেছে।


RBI Rules: কত টাকা পর্যন্ত ছেঁড়া নোট নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক ?
 আরবিআই নিয়ম অনুযায়ী আপনি সহজেই আপনার কাছের ব্যাঙ্ক বা আরবিআই অফিসে গিয়ে আপনার নোটগুলি পরিবর্তন করতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, কোনও ব্যাঙ্কই টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করতে পারে না। তবে এর জন্য নোটের সীমা নির্ধারণ করা থাকে। নিয়ম অনুসারে, একজন ব্যক্তি একবারে ২০টির বেশি নোট বদলাতে পারেন। তবে এর মূল্য ৫০,০০০টাকার বেশি হওয়া উচিত নয়। এর থেকে বেশি অঙ্কের নোট পরিবর্তন করতে ব্যাঙ্কের একটু বেশি সময় লাগে।


ATM News: এটিএম থেকে খারাপ নোট
অনেকবার কিছু ব্যাঙ্কের এটিএম থকেও খারাপ নোট বের হয়।  আপনার ক্ষেত্রেও যদি একই রকম কিছু হয়ে থাকে, তাহলে আপনার কী করা উচিত? 
সেই ক্ষেত্রে যে ব্যাঙ্কের এটিএম আছে সেই ব্যাঙ্কে যেতে হবে।
 পুরো বিষয়টি ব্যাঙ্ক শাখায় লিখিতভাবে জানাতে হবে। 
এর সঙ্গে এটিএম স্লিপও দেখাতে হবে। 
যদি এটিএম থেকে স্লিপ না আসে, তাহলে মোবাইলে প্রাপ্ত এসএমএসের বিস্তারিত বিবরণ দিত হবে ব্যাঙ্কে। এর পরেই আপনার নোটগুলি সহজেই পরিবর্তন করা যাবে।


Damage Note Exchange: ছেঁড়া নোটে আপনি কত পাবেন ?
আপনার নোট কতটা ছিঁড়েছে সেই অনুযায়ী আপনি টাকা ফেরত পাবেন। উদাহরণস্বরূপ, যদি ২০০০ টাকা নোটের ৮৮ বর্গ সেন্টিমিটার ছেঁড়া হয়, তবে আপনি পুরো মূল্য পাবেন। একই সময়ে যদি ৪৪ বর্গ সেন্টিমিটারের একটি শেয়ার থাকে ,তবে আপনি অর্ধেক টাকা পাবেন। পাশাপাশি ২০০ টাকার একটি ছেঁড়া নোটের ৭৮ বর্গ সেন্টিমিটার ঠিক থাকলে পুরো টাকা পাওয়া যায়, ৩৯ বর্গ সেন্টিমিটার ছেঁড়া হলে পাবেন অর্ধেক টাকা।


RBI Rules: কেউ না শুনলে এখান থেকে সাহায্য নিন
প্রায়শই ব্যাঙ্ক সবসময় ছেঁড়া নোট সংক্রান্ত শর্ত দেখে। যদি নোটটি ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে যায়, বা সম্পূর্ণরূপে পুড়ে যায় তবে এটি বদলানো যাবে না। এই ধরনের নোটগুলিকে আরবিআই অফিসে জমা করতে হবে। নোট বদল সংক্রান্ত আরও তথ্য পেতে আপনি RBI-এর হেল্পলাইন নম্বর 14440-এ একটি মিসড কল দিতে পারেন।


আরও পড়ুন: SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট