Realme Coca-Cola Phone: আগামী সপ্তাহেই ভারতে আসছে রিয়েলমির কোকা-কোলা স্পেশ্যাল এডিশন (Realme Coca-Cola Special Edition Phone) ফোন। শোনা গিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। গতবছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G)। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমির কোকা-কোল স্পেশ্যাল এডিশন ফোন। এর আগে একটি ভিডিও টিজার লঞ্চ করেছিল ফোন নির্মাণকারী কর্তৃপক্ষ। সেখানে এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। অনুমান, রিয়েলমির আসন্ন এই ফোনের সঙ্গে গতবছর লঞ্চ হওয়া রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের অনেক মিল থাকবে। ডিজাইন এবং ফিচারের ক্ষেত্রে থাকবে সামঞ্জস্য। রিয়েলমি কোকা-কোলা স্পেশ্যাল এডিশন ফোন কবে লঞ্চ তা ঘোষণার জন্য সংস্থা ট্যুইটারে একটি ভিডিও টিজার প্রকাশ করেছে। ১০ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে এই ফোন লঞ্চ হবে দেশে। ডুয়াল কালার টনের রেয়ার প্যানেল থাকবে এই ফোনে। লাল এবং কালো রঙের সংমিশ্রণ থাকবে। তার সঙ্গে থাকবে কোকা-কোলা এবং রিয়েলমি ব্র্যান্ডিং।
রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
- এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Realme UI 4.0- এর সাহায্যে। এছাড়াও এই ফোনে ৩৩ ওয়াটের ওয়ারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Samsung Galaxy S23 Series: অবশেষে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23), স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস (Samsung Galaxy S23 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultra)- এই তিনটি ফোন। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের এই তিনটি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও এই ফোনগুলিতে রয়েছে ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে। তার উপরে রয়েছে Gorilla Glass Victus 2 Protection। এই প্রথম কোনও স্মার্টফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য উল্লিখিত ফিচার দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর।
আরও পড়ুন- অবশেষে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে? দামই বা কত