Relme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে। দুটো ফোনেই রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রিয়েলম ১০ প্রো সিরিজের এই দুই ৫জি ফোনে রয়েছে Dynamic RAM Expansion ফিচার। ফোনের ফ্রি স্টোরেজ ভার্চুয়াল মেমোরি হিসেবে ব্যবহার করে র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে একটি কার্ভড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। 


রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি এবং রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের দাম


রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা।


রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। দুটো ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 


রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। রিয়েলমির এই ফোন পরিচালিত হবে realme UI 4.0 based অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে। 

  • ৬.৭ ইঞ্চির একটি Curved AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। 

  • রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৪৭ মিনিট। আর শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১৭ মিনিটে। 


রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।

  • রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে রয়েছে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২০ মিনিট। 


Tecno Pova 4: ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা ৪। ভারতে টেকনো পোভা ৪ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। Cryolite Blue এবং Uranolith Grey- এই দুই রঙে টেকনো পোভা ৪ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো যায়। টেকনো পোভা ৪ ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির টেকনো পোভা ৪ ফোন, দাম কত?