Realme 10 Pro Plus: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus)। এই ফোন দেশে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার আগে তার সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোনে (Realme Smartphone) থাকতে চলেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এছাড়াও শোনা গিয়েছে, রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। ইউজারদের চোখের আরামের জন্য এই ফোনের ডিসপ্লেতে থাকবে বিশ্বের প্রথম ২১৬০ হার্টজের ডিমিং টেকনোলজি।


ক্যামেরা ফিচার্স 


ভারতে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে চিনে এই ফোনে ১৭ নভেম্বর লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। রিয়েলমি ১০ প্লাস প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


ব্যাটারি ও চার্জিং সাপোর্ট 


রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনে ৪৮৯০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। তিনটি স্টোরেজ এবং রঙে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন।


Infinix Hot 20 Series: ইনফিনিক্স হট ২০ সিরিজের দু’টি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ২০ ৫জি (Infinix Hot 20 5G) এবং ইনফিনিক্স হট ২০ প্লে- (Infinix Hot 20 Play) এই দুই ফোন। এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ৩০ নভেম্বর ভারতে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে ভ্যানিলা মডেল অর্থাৎ ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে বলে শোনা গিয়েছে। এই দুই ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়ে গিয়েছে। ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। অন্যদিকে ইনফিনিক্স হট ২০ প্লে ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের সম্ভাব্য দাম এখনও প্রকাশ্যে আসেনি।


আরও পড়ুন- চালু হয়েই বন্ধ হল টুইটারে ব্লু টিক কেনার সাবস্ক্রিপশন! উঠছে একাধিক প্রশ্ন