Realme Smartphones: রিয়েলমি ইন্ডিয়া ঘোষণা করেছে তারা এমন একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে যার ব্যাক প্যানেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। যদিও রিয়েলমি সংস্থার তরফে কোনও ফোনের নাম ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, মালয়েশিয়ায় রিয়েলমি ১২ প্লাস ৫জি মডেল লঞ্চ হতে চলেছে। সেই সঙ্গেই অনুমান করা হচ্ছে যে ভারতেও এই ফোন লঞ্চের ব্যাপারেই কথা বলছে রিয়েলমি কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় ২৯ ফেব্রুয়ারি রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। ওই একই দিনে এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে মালয়েশিয়ায় লঞ্চ হতে চলা রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোন কেমন দেখতে হবে, কী কী ফিচার থাকতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছে।
মালয়েশিয়ায় রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোন বেজ এবং সবুজ রঙে পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। দুটো ফোনেই রেয়ার প্যানেলে থাকবে ভেগান লেদার টেক্সচার। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, মালয়েশিয়া এবং ভারতে একইদিনে লঞ্চ হবে রিয়েলমি ১২ প্লাস ৫জি। যদিও এ ব্যাপারে সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আবার অনেকের অনুমান, রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোন মালয়েশিয়ায় লঞ্চের পর ভারতে লঞ্চ হতে পারে, মার্চ মাসে।
রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে
- রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের রেয়ার প্যানেলে ভেগান লেদার ফিনিশ থাকার পাশাপাশি এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। আর তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
- রিয়েলমির আসন্ন এই ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব।
- এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোন ৭.৮৭ মিলিমিটার পুরু হতে পারে এবং ওজন হতে পারে প্রায় ১৯০ গ্রাম।
- ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। অর্থাৎ এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। অনেক রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরও থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
আরও পড়ুন- ওয়ানপ্লাসের এই ফোন কিনে সমস্যায় পড়লে ফেরত পাবেন পুরো টাকা, কোন মডেলে রয়েছে এমন সুযোগ?