Realme Phones: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজ (Realme 13 5G Series)। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৩ ৫জি (Realme 13 5G) এবং রিয়েলমি ১৩ প্লাস ৫জি (Realme 13 Plus 5G) - এই দুই ফোন। রিয়েলমি ১৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে ডার্ক পার্পল এবং স্পিড গ্রিন - এই দুই রঙে। আর রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোন লঞ্চ হয়েছে ডার্ক পার্পল এবং স্পিড গ্রিন ও ভিক্ট্রি গোল্ড - এই তিনটি রঙে। 


এবার দেখে নেওয়া যাক রিয়েলমি ১৩ ৫জি সিরিজের এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে 



  • রিয়েলমি ১৩ ৫জি ফোন ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি আই কমফোর্ট ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED "Esports" ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • রিয়েলমি ১৩ ৫জি সিরিজের দুই ফোনেই রয়েছে Rainwater Smart Touch ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ইউজাররা বৃষ্টির মধ্যে কিংবা ভেজা হাতে ফোন ব্যবহার করতে পারবেন। 

  • রিয়েলমি ১৩ ৫জি ফোনে একটি ৬এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। অন্যদিকে রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনে রয়েছে একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর। 

  • রিয়েলমি ১৩ ৫জি ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৮ জিবি বাড়ানো সম্ভব। আর রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • রিয়েলমি ১৩ ৫জি সিরিজের দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। 

  • রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর পাবেন ইউজাররা। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • রিয়েলমি ১৩ ৫জি এবং রিয়েলমি ১৩ প্লাস ৫জি- দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে রিয়েলমি ১৩ ৫জি সিরিজের দুই ফোনেই পাওয়া যাবে ৫জি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট। 

  • ইউজারদের নিরাপত্তার জন্য রিয়েলমি ১৩ ৫জি ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর (বেস মডেলে ফোনের সাইডের অংশে)। আর রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- একসঙ্গে দুটো ৫জি ফোন ভারতে লঞ্চ করল রিয়েলমি, প্রি-অর্ডার করলে থাকছে বিশেষ সুযোগ পাওয়ার সুবিধা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।