Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজ (Realme 13 5G Series)। এই স্মার্টফোন সিরিজে রয়েছে রিয়েলমি ১৩ ৫জি (Realme 13 5G) এবং রিয়েলমি ১৩ প্লাস ৫জি (Realme 13 Plus 5G) - এই দুই ফোন। রিয়েলমি ১৩ ৫জি সিরিজের এই দুই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হব অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI- এর সাহায্যে। রিয়েলমি ১৩ ৫জি এবং রিয়েলমি ১৩ প্লাস ৫জি- দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোনে। এই স্মার্টফোন সিরিজের দুই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে এবং ফোন দু'টির বিক্রি শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। 


ভারতে রিয়েলমি ১৩ ৫জি এবং রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনের দাম কত 


রিয়েলমি ১৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা। 


অন্যদিকে রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সানের দাম ২২,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। 


রিয়েলমি ১৩ ৫জি সিরিজের এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে আগামী ৬ সেপ্টেম্বর থেকে। আর ২৯ অগস্ট অর্থাৎ আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে প্রি-অর্ডার। ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-অর্ডার করার সুযোগ পাওয়া যাবে। জানা গিয়েছে, রিয়েলমি ১৩ ৫জি এবং রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোন ভারতে অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। এছাড়া অফলাইনেও পাওয়া যাবে এই দুই ফোন। 


যাঁরা প্রি-অর্ডার করবেন রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোনের তাঁরা কী কী অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন, দেখে নিন 



  • রিয়েলমি ১৩ ৫জি এবং রিয়েলমি ১৩ প্লাস ৫জি- এই দুই ফোনের প্রি-অর্ডার করা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট কিংবা স্টোর থেকে। যাঁরা এই প্রি-অর্ডার করবেন তাঁরা ৬ মাসের জন্য পাবেন বিনামূল্যে ফোনের স্ক্রিনের যেকোনও ক্ষয়ক্ষতি সারানোর সুবিধা, ফ্রি স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন। 

  • যাঁরা রিয়েলমির অফলাইন মেনলাইট স্টোর থেকে প্রি-অর্ডার করবেন তাঁরা ১২৯৯ টাকা দামের একটি রিয়েলমি ওয়্যারলেস ৩ নিও নেকব্যান্ড পাবেন বিনামূল্যে। 

  • এছাড়াও এই দুই ফোনের প্রি-অর্ডার করলে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা থাকছে। 


আরও পড়ুন- রিয়েলমি 'নারজো' সিরিজের নতুন ৫জি ফোন আসছে ভারতে, কেমন দেখতে হবে এই মডেল? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।