Realme 13 5G Series: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজ (Realme 13 5G Series)। রিয়েলমি (Realme Phones) সংস্থা জানিয়েছে, এই সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী ২৯ অগস্ট, দুপুর ১২টায়। রিয়েলমি ১৩ এবং রিয়েলমি ১৩ প্লাস- এই দুই ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজের মধ্যে। রিয়েলমি ১২ এবং রিয়েলমি ১২ প্লাস- এই দুই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে ওই দুই ফোন। রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে। এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা তাদের নতুন স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে ঘোষণা করেছে।
রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে বলে আভাস পাওয়া গিয়েছে টিজারে প্রকাশিত ছবি থেকে। সবুজ এবং সোনালি রঙে এই স্মার্টফোন সিরিজের ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। রিয়েলমি ১২ সিরিজের ক্ষেত্রে দেখা গিয়েছিল গোলাকার রেয়ার ক্যামেরা সেটআপ। তেমনই সেটিংস দেখা যেতে চলেছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোনেও। ভারতে লঞ্চের পর রিয়েলমি ১৩ সিরিজের ফোন কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোর থেকে।
রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোনে কী কী ফিচার থাকতে পারে একনজরে দেখে নিন
- অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হতে পারে রিয়েলমি ১৩ প্লাস ফোন।
- এখানে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন।
- ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র্যাম নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোন। এর পাশাপাশি থাকতে পারে ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ।
- ডুয়াল ক্যামেরা থাকতে পারে রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজের প্লাস মডেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ফোনের ডিসপ্লের উপর।
- রিয়েলমি ১৩ ৫জি ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এখানে ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি, ১৬ জিবি র্যাম থাকতে পারে। এছাড়াও ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি স্টোরেজ থাকতে পারে।
- রিয়েলমি ১৩ ৫জি ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এই ফোনে ৪৮৮৯ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৭ ৫জি ফোন, ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৪৪ মিনিটে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।