Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ফোন (Realme Phones)। এবার আসছে রিয়েলমি ১৪টি ফোন (Realme 14T Phone)। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ডিজাইন এবং রং প্রকাশ্যে এসেছে। রিয়েলমি ১৪টি ফোনের বেশ কয়েকটি ফিচার সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আন্দাজ পাওয়া গিয়েছে ফোনের দাম সম্পর্কেও। এই বছরের শুরুর দিকে রিয়েলমি ১৪ প্রো সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনও। এর আগে গতবছর ডিসেম্বর মাসে রিয়েলমি ১৪এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে।
ভারতে রিয়েলমি ১৪টি ফোন কবে লঞ্চ হবে, কী কী রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে, কোথা থেকে কেনা যাবে, দেখে নিন
রিয়েলমি ১৪টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৫ এপ্রিল, দুপুর ১২টায়। এক্স পোস্টে রিয়েলমি সংস্থা এই তথ্য ঘোষণা করেছে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। স্যাটিন ইঙ্ক, সিল্কেন গ্রিন এবং ভায়োলেট গ্রেস - এই তিন রঙে রিয়েলমি ১৪টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।
রিয়েলমি ১৪টি ফোনের ডিজাইন কেমন হতে চলেছে, কী কী ফিচার থাকতে চলেছে এই ফোনে, জেনে নিন
এই ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ফোনের পিছনে উপরে বাঁদিকের কোণে থাকবে এই ক্যামেরা ইউনিট। এখানে দুটো ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আর থাকবে একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। ফোনের ডানদিকের সাইডের অংশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন থাকতে চলেছে। একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে এই ফোনে। তার উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট যেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকবে। রিয়েলমি ১৪টি ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে চলেছে।
রিয়েলমি ১৪টি ফোনে ৫০ মেগাপিক্সেলের এআই যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে। ৭.৯৭ মিলিমিটার পুরু হতে চলেছে রিয়েলমির এই ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না রিয়েলমি ১৪টি ফোন। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা।