Realme 5G Phones: রিয়েলমি ৫জি সেল (Realme 5G Sale) শুরু হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সেল। একাধিক রিয়েলমি (Realme Smartphones) ফোন এই সেলে অনেকটা কম দামে কেনা যাবে। এই তালিকায় রয়েছে রিয়েলমি সংস্থার বিভিন্ন ৫জি ফোন। নতুন লঞ্চ হওয়া রিয়েলমি নারজো ৬০ এক্স, রিয়েলমি ১১ ৫জি এবং রিয়েলমি ১১ প্রো ৫জি পাওয়া যাবে ছাড়ে। অন্যান্য ফোনেরও কমবে দাম। রিয়েলমি ৫জি ফোন সেলে ১২ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন ক্রেতারা। ফোনের দামে থাকছে ইন্সট্যান্ট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার। 


রিয়েলমি ৫জি সেল লাইভ হয়েছে রিয়েলমি ওয়েবসাইটে। নতুন লঞ্চ হওয়া রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি ফোনে ১০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় রয়েছে। ১১,৯৯৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। রিয়েলমি ১১ সিরিজের ফোন রিয়েলমি ১১ ৫জি, রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস- এই তিনটি ফোনের দামেই থাকছে আকর্ষণীয় ছাড়। রিয়েলমি ১১ ৫জি এবং রিয়েলমি ১১ প্রো ফোনে থাকছে ১৫০০ টাকা ছাড়। আর রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে থাকছে ২০০০ টাকা ছাড়। এছাড়াও নো-কস্ট ইএমআই অফার পাওয়া যাবে সমস্ত ভ্যারিয়েন্টে। রিয়েলমি ১১ ৫জি সিরিজের দুটো 'প্রো' ভ্যারিয়েন্ট কেনা যাবে ২১,৯৯৯ টাকা এবং ২৫,৯৯৯ টাকায়। 


রিয়েলমি ১১এক্স ৫জি ফোনের ক্ষেত্রেও থাকছে নো-কস্ট ইএমআই অফার। তবে আলাদা করে কোনও ছাড় নেই এই ফোনে। রিয়েলমির এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ১৫,৯৯৯ টাকা। রিয়েলমি নারজো ৬০ ৫জি এবং রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি- এই দুই ফোনের দামেও রয়েছে ছাড়। প্রথম মডেলে ১৩০০ টাকা ছাড় রয়েছে। পরের মডেলে ছাড় রয়েছে ২০০০ টাকা। এছাড়াও রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট।


চলতি মাসের শুরুর দিকেই লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৬০ এক্স ৫জি ফোন। রিয়েলমির ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। রিয়েলমি নারজো ৬০এক্স ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (পোর্ট্রেট লেন্স-সহ) রয়েছে এই ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।