Realme 9 Pro Plus: ফোনের মধ্যেই থাকবে ইন বিল্ড হার্ট রেট মনিটর। Realme 9 Pro Plus-এ এমনই প্রযুক্তি নিয়ে আসছে কোম্পানি। খোদ ট্যুইট করে এই খবর জানিয়েছেন কোম্পানির প্রেসিডেন্ট মাধব শেঠ।


Realme 9 সিরিজে দুটি মডেল থাকবে। Realme 9 Pro+ ছাড়াও Realme 9 Pro মডেল পাবেন ক্রেতারা। টেক সাইটগুলির খবর সত্যি হলে আগামী 16 ফেব্রুয়ারি ভারতে Realme 9 Pro লাইনআপ চালু হবে। ফোন প্রসঙ্গে Realme India, VP মাধব শেঠ বলেন, "আপনার স্বাস্থ্যের ট্র্যাক রাখুন। সারা দিন স্বস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। আমাদের আগামী 
#realme9Pro+ ফোনে একটি হার্ট রেট সেন্সর থাকবে।'' 


ট্যুইটে একটি ভিডিও আপলোড করেছেন শেঠ। যেখানে তিনি Realme 9 Pro+ ফোনে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখিয়েছেন। যা হার্ট রেট সেন্সরেরও কাজ করবে। রিপোর্ট বলছে, এই দুই ফোনের মধ্যে সবচেয়ে দামী মডেল, Realme 9 Pro+। যাতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.43-ইঞ্চি ফুল এইচডি+ সুপার AMOLED স্ক্রিন থাকতে পারে। 


Realme 9 Pro+ 256GB অনবোর্ড মেমরি ও একটি 4,500mAh ব্যাটারি লঞ্চ হবে বলে খবর। ডিভাইসটি 8GB RAM এর সাথে যুক্ত একটি MediaTek Dimensity 920 চিপসেটে দ্বারা চলবে। ক্যামেরার বৈশিষ্ট্যের ক্ষেত্রে Realme 9 Pro+ ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন। যাতে Sony 50MP প্রাইমারি সেন্সর ও একটি 8MP সেকেন্ডারি সেন্সর 
থাকতে পারে। পাশাপাশি 2MP টারশিয়ারি সেন্সর থাকতে পারে ফোনে। সেলফির জন্য ডিভাইসে একটি 16MP সেলফি ক্যামেরা থাকতে পারে।ফোনটি আগে ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের হাতেও দেখা গিয়েছিল।