Realme 9i Discount Offer: শীঘ্রই ভারতে তার Realme 9i 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে রিয়েলমি (Realme)। সম্প্রতি  ফোনের ফিচার ও ডিজাইন নিয়ে  ফাঁস হয়েছে কিছু তথ্য।  রিপোর্টও সামনে এসেছে Realme 9i 5G লঞ্চ করতে চলেছে কোম্পানি।  ইতিমধ্যেই  Realme 9i ফোনে দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Realme 9i তে পাবেন 5000mAh-এর ব্যাটারি ।  যার সঙ্গে 33W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে । ফোনে চার্জ করার জন্য USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। জেনে নিন , এই ফোনের ফিচার, দাম ও অফার সম্পর্কে।

Realme 9i এর ডিসপ্লেRealme 9i স্মার্টফোনটিতে একটি 6.6-ইঞ্চি ফুল HD + LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 2412x1080 পিক্সেল ও 90Hz রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি।

Realme 9i এর প্রসেসরRealme 9i ফোনটিতে একটি Qualcomm Snapdragon 680 প্রসেসর, 6GB ও 5GB ভার্চুয়াল RAM ও 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

Realme 9i এর ক্যামেরাRealme 9i ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাথমিক ক্যামেরা রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের। এর সঙ্গ রয়েছে একটি 2MP ম্যাক্রো সেন্সর ও একটি 2MP B&M লেন্স৷ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটিতে একটি 16MP ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ।

Realme 9i ব্যাটারিএই ফোনে 5000mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি, যার সঙ্গে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ক্রেতা। ফোনে চার্জ করার জন্য USB Type-C পোর্ট দেওয়া হয়েছে । এই ছাড়াও পাবেন অনেক অফার ।

Realme 9i এর দাম ও অফারএই ফোনের বেস ভ্যারিয়েন্ট Amazon থেকে 13,299 টাকায় পাবেন। এর সঙ্গে, 6GB RAM ও 128GB মডেলটি 15,970 টাকায় কেনা যাবে। অফারের কথা বলতে গেলে, ব্যাঙ্ক অফ বরোদা কার্ডে 10 শতাংশ পর্যন্ত তাত্ক্ষণিক ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। এছাড়াও, Realme 9i ফোনটি 626 টাকার প্রাথমিক নো-কস্ট ইএমআই-তেও কেনা যাবে।

আরও পড়ুন : 2023 Bonneville Bobber: বাইকে পাবেন গাড়ির ইঞ্জিন ! ট্রায়াম্ফের এই ববার আনছে কোম্পানি , দাম কত জানেন ?