Realme Earphones: রিয়েলমি (Realme) সংস্থার দু’টি নতুন ইয়ারফোন (Earphone) লঞ্চ হয়েছে ভারতে। সেগুলি হল রিয়েলমি বাডস এয়ার ৩ নিও (Realme Buds Air 3 Neo) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন এবং রিয়েলমি বাডস ওয়্যারলেস ২এস (Buds Wireless 2S) নেকব্যান্ড স্টাইল ওয়্যারলেস ইয়ারফোন (Neckband Style Wireless Earphone)। এর মধ্যে রিয়েলমি বাডস এয়ার ৩ নিও ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে রয়েছে ডলবি অ্যাটমোস অডিও। এছাড়াও রিয়েলমি বাডস ওয়্যার লেস ২এস নেকব্যান্ড স্টাইল ওয়্যারলেস ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এই ইয়ারফোনের দামও সাধ্যের মধ্যে রয়েছে বলেই জানিয়েছে সংস্থা।


ভারতে রিয়েলমি বাডস এয়ার ৩ নিও এবং বাডস ওয়্যারলেস ২এস- এর দাম এবং উপলব্ধতা


জানা গিয়েছে, রিয়েলমি বাডস এয়ার ৩ নিও- এই ইয়ারফোনের দাম ভারতে ১৯৯৯ টাকা। এই ইয়ারফোন কেনা যাবে রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে। এই ইয়ারফোনের বিক্রি শুরু হয়েছে ২৭ জুলাই থেকে। এছাড়াও বাডস ওয়্যারলেস ২এস ইয়ারফোনের দাম ১৪৯৯ টাকা। এই ইয়ারফোন কেনা যাবে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজন এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে। এই ডিভাইসের বিক্রি শুরু হয়েছে ২৬ জুলাই থেকে।


অন্যান্য গ্যাজেট


রিয়েলমির এই দুটো ইয়ারফোন ছাড়াও ভারতে লঞ্চ হয়েছে একটি স্মার্টওয়াচ, রিয়েলমি ওয়াচ ৩। এছাড়াও তালিকায় রয়েছে রিয়েলমি ফ্ল্যাট মনিটর এবং রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেট।


রিয়েলমি বাডস এয়ার ৩ নিও এবং বাডস ওয়্যারলেস ২এস- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


রিয়েলমি বাডস এয়ার ৩ নিও- এই ইয়ারফোনে কোনও অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার নেই। তবে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে। আর রয়েছে Dolby Atmos সাপোর্ট। এই ইয়ারপিসের স্টেমের সাইজ বেশ ছোট। একবার চার্জ দিলে ৭ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। চার্জিং কেস- সহ ব্যাটারি লাইফ থাকবে প্রায় ৩০ ঘণ্টা। টাইপ-সি ইউএসবি চার্জিং ফিচার রয়েছে এখানে। এই ইয়ারফোনে রয়েছে টাচ কন্ট্রোল ফিচারের সাপোর্ট।


রিয়েলমি বাডস ওয়্যারলেস ২এস- এই ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছে দুটো রঙে। এখানে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার।


আরও পড়ুন- ব্লুটুথ কলিং ফিচার নিয়ে রিয়েলমি ওয়াচ ৩ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?