Realme C30s: রিয়েলমি সি৩০এস (Realme C30s) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ সেপ্টেম্বর। রিয়েলমি (Realme) সংস্থা ইতিমধ্যেই এই ফোন ভারতে লঞ্চের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে রিয়েলমি সি৩০এস ফোনের জন্য আলাদা করে একটি ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। সেখানে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। এবার দেখে নেওয়া যাক রিয়েলমি সি সিরিজের আসন্ন ফোনের কিছু ফিচার। শোনা যাচ্ছে, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে রিয়েলমি সি৩০এস ফোন কেনা যাবে। তবে এই ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


রিয়েলমি সি৩০এস ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর থাকতে পারে। তবে কোন প্রসেসর থাকবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।

  • রিয়েলমি সি৩০এস ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। ফোনের সাইডের অংশে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। রিয়েলমি সংস্থার দাবি মাত্র একবার স্পর্শ করলে এক সেকেন্ডের মধ্যে ফোন আনলক হয়ে যাবে ফিঙ্গারিপ্রিন্ট সেনসরের মাধ্যমে।

  • এবার ফোনের ডিজাইন প্রসঙ্গে আলোচনা করা যাক। রিয়েলমি সি৩০এস ফোনের ছবিতে দেখা গিয়েছে যে ব্যাক প্যানেল বা পিছনের অংশে রয়েছে একটিই রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ডানদিকের সাইডে থাকবে শব্দ বাড়ানো বা কমানোর বাটন। আর বাঁদিকের সাইডে থাকবে সিম ট্রে, অর্থাৎ সিম রাখার জায়গা।

  • ফোনের নীচের অংশে থাকতে পারে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোফোন এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট ও স্পিকার গ্রিল। কালো এবং নীল রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩০এস ফোন।


প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি সি৩০ ফোন ভারতে লঞ্চ হয়েছিল চলতি বছর জুন মাসে। এই ফোনের ২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৮২৯৯ টাকা। ব্যাম্বু গ্রিন, ডেনিম ব্ল্যাক এবং লেক ব্লু--- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩০ ফোন। রিয়েলমি সি৩০ ফোন আসলে রিয়েলমি সংস্থার সি সিরিজের একটি বাজেট স্মার্টফোন।


আরও পড়ূন- আগের তুলনায় নতুন আইফোন, এয়ারপডস এবং অ্যাপেল ওয়াচের দাম কতটা বাড়ল?