Realme c31 Sale: অপেক্ষার দিন শেষ। বেলা ১২টা থেকে শুরু হয়ে গেল Realme-এর বাজেট স্মার্টফোন Realme C31-এর সেল। গত সপ্তাহে দেশের বাজারে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এতে রয়েছে Unisoc প্রসেসর, 5,000mAh ব্যাটারি ছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরার মতো বৈশিষ্ট্য। 


Realme c31: কত দাম ফোনের ?
দেশের বাজারে ফোনের দাম রাখা হয়েছে 9000 টাকার কম। এটি Poco C31, Redmi 9i Sport ও Micromax IN 2B-এর মতো ফোনগুলির সাথে প্রতিযোগিতা করবে। চলুন একনজরে দেখে নেওয়া যাক Realme C31 এর দাম ও বৈশিষ্ট্য।Realme C31 স্মার্টফোন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর বেস ভ্যারিয়েন্ট 3GB RAM + 32GB স্টোরেজের দাম 8,999 টাকা। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 9,999 টাকা। ফোনটি দুটি রং গাঢ় সবুজ ও হালকা সিলভারে পাওয়া যাচ্ছে।Flipkart ও কোম্পানির ওয়েবসাইট ছাড়াও এটি অফলাইনে খুচরা বিক্রেতাদের কাছে পাওয়া যাবে এই ফোন। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড ও SBI ডেবিট কার্ডহোল্ডাররা 3GB ভ্যারিয়েন্টে 500 টাকা ও 4GB ভ্যারিয়েন্টে 1000 টাকা ছাড় পাবেন এই ফোনে।


Realme C31 এর স্পেসিফিকেশন : Realme C31 স্মার্টফোনটিতে একটি 6.52-ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে। এতে পাবেন 4GB পর্যন্ত RAM ছাড়াও 64GB ইন্টারনাল স্টোরেজ সহ একটি Unisoc T612 প্রসেসর। এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানির দাবি, এই শ্রেণিতে সবচেয়ে হালকা ও পাতলা স্মার্টফোন Realme c31। বিশেষ বিষয় হল এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।


Realme c31:কেমন ক্যামেরা ফোনে ?
এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে রয়েছে একটি 13-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর। একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও একটি তৃতীয় সিঙ্গল কালার সেন্সর দেওয়া হয়েছে ফোনে। সামনে, ওয়াটারড্রপ-স্টাইল নচ সহ একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Realme C31 স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে, এই ব্যাটারি 45 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম।


আরও পড়ুন : Best Battery Smartphone: ৫টি ক্যামেরা ১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ! এই ফোনগুলিতে পাবেন বিশেষ বৈশিষ্ট্য