Realme Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৫১ (Realme C51)। এটি একটি বাজেট ফোন (Budget Smartphone)। কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রিন- এই দুই রঙে রিয়েলমি সি৫১ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। রিয়েলমি সি৫১ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে রয়েছে মিনি ক্যাপস্যুল ফিচার। সেখানে ফোনে ব্যাটারি স্টেটাস, ডেটা ইউসেজ (কতটা ইন্টারনেট খরচ হয়েছে, কতটা বাকি রয়েছে, প্রতিদিন ইউজার কত পা হাঁটছেন - এইসব তথ্য দেখা যাবে ডিসপ্লে নচের চারপাশে।
ভারতে রিয়েলমি সি৫১ ফোনের দাম
এই ফোন একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। ৪ জিবি র্যাম এবং ৬৪ স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছ। দাম ৮৯৯৯ টাকা। অনলাইনে রিয়েলমির অফিশিয়াল সাইট এবং ফ্লিপকার্ট থেকে রিয়েলমি সি৫১ ফোন কেনা যাবে।
রিয়েলমি সি৫১ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি রেজোলিউশনের ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। Android 13 out-of-the-box সাপোর্ট রয়েছে রিয়েলমির নতুন ফোনে। ডুয়াল সিম রয়েছে এই ফোনে।
- একটি octa-core Unisoc T612 প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে র্যাম এক্সটেনশন প্রযুক্তি। এর সাহায্যে ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ আরও ৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ভারতে আসছে নোকিয়ার নতুন ৫জি ফোন
ভারতে নতুন ৫জি স্মার্টফোন (5G Phone) লঞ্চের পরিকল্পনায় রয়েছে নোকিয়া (Nokia) সংস্থা। তবে এখনও এই ফোনের নাম বা অন্য কোনও কিছু তথ্যই জানা যায়নি। গত ২ সেপ্টেম্বর 'এক্স' মাধ্যমে একটি টিজার ভিডিও শেয়ার করেছিল নোকিয়া কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে ভারতে নতুন ৫জি ফোন লঞ্চ করবে নোকিয়া। আসন্ন এই ফোনের দাম সম্পর্কে শোনা গিয়েছে মাঝামাঝি রেঞ্জে থাকবে ডিভাইস। 'এক্স' মাধ্যমে নোকিয়া যে টিজার ভিডিও শেয়ার করেছে সেখানে ৬ সেপ্টেম্বর- এই তারিখের উল্লেখ রয়েছে। অনুমান করা হচ্ছে, হয়তো এই দিনেই ভারতে ৫জি ফোন লঞ্চ করে ব্যবসার পরিমাণ বাড়বে নোকিয়া সংস্থা। তবে নোকিয়া কর্তৃপক্ষ এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করে। এমনকি শুধু ৫জি ফোন লঞ্চ করবে, এই তথ্য ছাড়া আসন্ন ফোন সম্পর্কে আর কিছুই জানায়নি নোকিয়া কর্তৃপক্ষ।
আরও পড়ুন- 'এক্স' মাধ্যমে নতুন ঘোষণা এলন মাস্কের, এবার কোন পরিবর্তন?