Realme Smartphone: রিয়েলমির নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে রিয়েলমি 'সি' সিরিজের (Realme C Series) একটি ফোন। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৫৩ (Realme C53)। মালয়েশিয়ায় এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। তবে দুই ভ্যারিয়েন্টের মধ্যে মিল থাকবে না বলেই শোনা গিয়েছে। রিয়েলমি সি৫৩ ফোন আগামী ১৯ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। বলা হচ্ছে, এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রিয়েলমি সি৩৫ ফোনে। 


রিয়েলমি সি৩৫ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • রিয়েলমির আসন্ন ফোনে ৬ জিবি র‍্যাম থাকতে পারে। এছাড়াও ১২৮ জিবি ইনবিল্ড স্টোরেজ থাকতে পারে যা মাইক্রো এসডি কার্ডের ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • Android 13-based Realme UI T Edition out-of-the-box- এর সাহায্যে রিয়েলমি সি৩৫ ফোন পরিচালিত হতে পারে। GPS, NFC, ওয়াই-ফাই, টাইপ-সি ইউএসবি, ব্লুটুথ ভি ৫.০ কানেক্টিভিটি থাকতে পারে এই ফোনে। 


এই ফোন সম্পর্কিত অন্যান্য তথ্য আগামী দিনে প্রকাশ্যে আসবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞদের একাংশ। 


ভারতে লঞ্চ হয়েছে Infinix Hot 30 5G ফোন


ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোন। এই ফোন লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের সাকসেসর হিসেবে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবগ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। Aurora Black এবং Knight Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোন। ১৮ জুলাই থেকে শুরু হবে বিক্রি। 


নাথিং ফোন ২


ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। নাথিং ফোন ২ পাওয়া যাবে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও। এক্ষেত্রে দাম ৪৯,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। ডার্ক গ্রে এবং সাদা রঙে নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হয়েছে। ২১ জুলাই থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ অবতারে অ্যানিমেশনের ছোঁয়া, ইউজারদের জন্য নতুন চমক