Realme Smartphone: রিয়েলমি 'সি' সিরিজের (Realme C Series) নতুন ফোন রিয়েলমি সি৫৩ (Realme C53) ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এবছর রিয়েলমি সংস্থা তাদের পঞ্চম বর্ষপূর্তি পালন করছে। সেই উপলক্ষ্যে রিয়েলমি সি৫৫ ফোন নতুন রেনফরেস্ট রঙে লঞ্চ হচ্ছে। এছাড়াও রিয়েলমির 'স্লিমেস্ট' ফোন হিসেবে রিয়েলমি নারজো এন৫৩ লঞ্চ হতে চলেছে। এবার শোনা গেল রিয়েলমি 'সি' সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৫৫-ও ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। 


রিয়েলমি সি৫৩ ফোনের সম্ভাব্য কিছু তথ্য



  •  শোনা যাচ্ছে, এই ফোন Champion Gold এবং Mighty Black- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে। 

  • ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ- একটিই ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে। 

  • রিয়েলমি সি৫৩ ফোনে ৬ জিবি ফিজিক্যাল র‍্যামের সঙ্গে ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে।

  • শোনা যাচ্ছে, এই ফোনের দাম ৯ থেকে ১১ হাজার টাকার মধ্যে হতে পারে।

  • রিয়েলমি সি৫৩ ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।

  • এই ফোনে Unisoc T612 SoC থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি Android 13 out-of-the-box এবং Realme UI T Edition- এর সাপোর্ট থাকতে পারে রিয়েলমি সি৫৩ ফোনে। 

  • এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এরসঙ্গে ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


Redmi A2 Series: মে মাসে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি শোনা গিয়েছে, রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই ফোন দেশে লঞ্চ হতে চলেছে। রেডমি এ২ সিরিজের এই দুই ফোন আগামী ১৯ মে ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে অক্টা-কোর প্রসেসর। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। রেডমি ইন্ডিয়ার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ভারতে রেডমি এ২ সিরিজ লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।


Realme Narzo N53: রিয়েলমি সংস্থা তাদের 'স্লিমেস্ট' ফোন (Slimmest Realme Phone) রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53) লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী ১৮ মে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। রিয়েলমি নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে এই মডেল ভারতের বাজারে আসছে। এর আগে রিয়েলমি নারজো এন৫৫ লঞ্চ হয়েছিল। 


আরও পড়ুন- খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?