Realme Smartphone: রিয়েলমি (Realme) সংস্থা ভারতে একটি ৫জি ফোন (5G Phone) লঞ্চ করতে চলেছে ডিসেম্বর মাসেই। আগামী ১৪ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬৭ ৫জি (Realme C67 5G) ফোন। ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে ওই নির্দিষ্ট দিনে। অনুমান করা হচ্ছে, রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের দাম ১১ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে হতে চলেছে। বলা হচ্ছে, এই ফোনের ডিজাইন অনেকটাই রিয়েলমি নারজো ৬০এক্স মডেলের মতো হতে চলেছে। সেই সঙ্গেই অনুমান, রিয়েলমি নারজো সিরিজের এই ফোনের দামের মতোই হয়তো দাম হবে রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের দাম ভারতে ১২,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। 


রিয়েলমি সি৬৭ ফোনের স্পেসিফিকেশন


আনুষ্ঠানিক ভাবে রিয়েলমি সংস্থা এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, রিয়েলমির এই ৫জি ফোনে থাকতে চলেছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। রিয়েলমির এই ৫জি ফোনে একটি ৬এনএম ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকবে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ১৩ বেসড UI4.0- এর সাপোর্ট থাকবে রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে। এই ফোনের ওজন ২০০ গ্রামের কম হবে এবং ৭.৮৯ মিলিমিটার পুরু হবে এই ডিভাইস। 


রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের মতো রিয়েলমি সি৬৭ ৫জি মডেলে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও রিয়েলমির আসন্ন ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবগ ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


রিয়েলমি সি৬৭ ফোনের ডিজাইন


রিয়েলমি সংস্থা অফিশিয়াল ওয়েবসাইটের মাইক্রোসাইটে এই ফোনের ছবি দেখা গিয়েছে। এছাড়া এক্স হ্যান্ডেলেও এই ফোনের ছবি প্রকাশ হয়েছে। দু'জায়গার ছবি থেকে রিয়েলমি সি৬৭ ফোন দেখতে কেমন হতে চলেছে তার মোটামুটি একটা আন্দাজ পাওয়া গিয়েছে। ফোনের রেয়ার প্যানেলে থাকবে গোলাকার ক্যামেরা মডিউল। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে ক্যামেরা মডিউল। আপাতত লাইম গ্রিন রঙের ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এসেছে। 


বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের মতো রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে পাওয়ার বাটন থাকবে ফোনের বাঁদিকে এবং ভলিউম রকার থাকবে ফোনের ডানদিকের সাইডের অংশে। স্লিক ডিজাইনের এই ফোন হাল্কা হবে বলেই অনুমান। রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের সঙ্গে অনেক মিল রয়েছে। 


আরও পড়ুন- ৬০০০ টাকার কমে স্মার্টফোন, রয়েছে নজরকাড়া ফিচার, আকর্ষণীয় ক্যামেরা ডিজাইন