Coca Cola Phone: কিছুদিন আগেই জানা গিয়েছিল যে এবার স্মার্টফোন (Smartphone) লঞ্চ করবে ঠান্ডা পানীয়র বিখ্যাত কোম্পানি কোকা-কোলা (Coca Cola)। একটি স্মার্টফোন নির্মাণকারী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে এই ফোন লঞ্চ করা হবে বলেও শোনা গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এল নিশ্চিত খবর। রিয়েলমি (Realme) সংস্থার সঙ্গে একজোট হয়ে কোকা-কোলা তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগেই অবশ্য শোনা গিয়েছিল সম্ভবত রিয়েলমির সঙ্গে গাঁটছড়া বেঁধেই কোকা-কোলা তাদের স্মার্টফোন লঞ্চ করবে। এবার সেই তথ্যে সিলমোহর বসালো রিয়েলমি কর্তৃপক্ষ। ট্যুইট করে তারা জানিয়েছে যে কোকা-কোলার ফোন লঞ্চ করা হবে। আগেই শোনা গিয়েছে, রিয়েলমি ১০ ৪জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে আসতে চলেছে কোকা-কোলা ফোন। তাহলে এই দুই ফোনের স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতে লঞ্চ হবে রিয়েলমি এবং কোকা-কোলা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই ফোন। 


 






এর আগে জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা কোকা-কোলা ফোনের রেয়ার প্যানেলের একটি ছবি ট্যুইটে শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেনসর। এছাড়াও লালচে রঙের শেড দেখা গিয়েছে ফোনের পিছনের অংশে। অন্যদিকে শোনা যাচ্ছে রিয়েলমি ১০ ৪জি (Realme 10 4G) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে কোকা-কোলার ফোন লঞ্চ হতে চলেছে। যদি এই তথ্য সঠিক হয় তাহলে রিয়েলমি ১০ ৪জি ফোন এবং আসন্ন কোকা-কোলা ফোনের মধ্যে অনেক মিল থাকবে। ডিজাইন, ফিচার সবক্ষেত্রেই মিল পাওয়া যাবে বলে অনুমান। উল্লেখ্য, রিয়েলমি ১০ ৪জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং ৬.৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে।


রিয়েলমি ১০ ৪জি ফোন গত বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। তার উপরে রয়েছে Corning Gorilla Glass 5 protection। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। রিয়েলমি ১০ ৪জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 


Moto E13: ভারতে নতুন ফোন লঞ্চ করবে মোটোরোলা (Motorola) সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোন একটি বাজেট ফ্রেন্ডলি মডেল হতে চলেছে। অর্থাৎ ফোনের দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। মোটো ই১৩ (Moto E13) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও এই ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। মোটোরোলা 'ই' সিরিজের আসন্ন ফোন মোটো ই১৩ আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন- লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে স্যামসাঙের ফ্ল্যাগশিপ ফোনের ফিচার ! কী আছে গ্যাজেটে?