নয়া দিল্লি : স্মার্টফোনের বাজারে দ্রুত নিজেদের অবস্থান শক্তিশালী করে চলেছে রিয়েলমি। এবার অ্যাকসেসরিতেও হাত পাকাচ্ছে সংস্থা। সম্প্রতি বাজারে কুলিং ব্যাক ক্লিপ নিয়ে এসেছে রিয়েলমি। 


অনেক সময়ই দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। ফলে, সমস্যা হয়। এই সমস্যা থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের মুক্তি দিতেই বাজারে কুলিং ব্যাক ক্লিপ এনেছে রিয়েলমি। যা আপনার গরম ফোনকে একেবারে ঠান্ডা করে দিতে পারে। জেনে নেওয়া যাক এরকম একটা প্রয়োজনীয় অ্যাকসেসরির বৈশিষ্ট্য ও দাম।


দাম ও বৈশিষ্ট্য


রিয়েলমি কুলিং ব্যাক ক্লিপ এক ধরনের ছোট ফ্যান। যা স্মার্টফোন গরম হওয়ার সমস্যা কাটিয়ে দেবে। যাঁদের ফোন ব্যবহারের ফলে গরম হয়ে যায়, তাঁদের কথা মাথায় রেখেই এই ডিভাইসটি এনেছে কোম্পানি। এই কুলিং ব্যাক ক্লিপ ফোনের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করিয়ে দেবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৯৯ টাকা।


ডুয়াল কুলিং টেকনোলজি


এই ডিভাইসে ডুয়াল কুলিং প্রযুক্তি রয়েছে। আছে সেমিকন্ডাক্টর আইস চিপ সহ ৭টি ব্লেড ফ্যান। এর নকশা একদম আলাদা। কুলিং ব্যাক ক্লিপ একদম হাল্কা। ফলে, এর ব্যবহার সহজ। সহজে বহন করে নেওয়াও যেতে পারে। ডিভাইসটি একযোগে যে কোনও অ্যানড্রয়েড ও আইফোন ডিভাইসের সঙ্গে ব্যবহারযোগ্য। কাজেই, এর পর থেকে আপনার ফোন গরম হয়ে গেলে তার সমাধান রিয়েলমির কুলিং ব্যাক ক্লিপ। 


উল্লেখ্য, দেশে দিন দিন বাড়ছে স্মার্টফোনের জনপ্রিয়তা। শুধু ভারতে কেন, গোটা বিশ্বেই আজ স্মার্টফোনের রমরমা। আর তার ফলে বাজারে ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়ছে স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাগুলি। তাই বাজার ধরতে ক্রেতাদের কাছে কম দামে ভাল স্মার্টফোন পৌঁছে দিতে মরিয়া অধিকাংশ সংস্থা। এদিকে স্মার্টফোন বিক্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফোনের গরম হওয়ার মতো সমস্যা প্রকট হয়ে উঠছে। গুরুত্বপূর্ণ সময়ে ফোন গরম হয়ে সমস্যা দেখা দেওয়ায় বিরক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। এই পরিস্থিতিতে রিয়েলমির কুলিং ব্যাক ক্লিপ ডিভাইস খুবই কার্যকর প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে।