Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন। এর সঙ্গে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন মডেলও। এই দুই ফোন রিয়েলমির ফ্ল্যাগশিপ মডেল হিসেবে লঞ্চ হয়েছে ভারতে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর রয়েছে রিয়েলমির এই দুই ফোনে। এর আগে প্রথম মডেল হিসেবে ওয়ানপ্লাস ১৫ ফোনটি উল্লিখিত প্রসেসর নিয়ে লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমির এই দুই ফোন কেনা যাবে সংস্থার ওয়েবসাইট এবং পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে। দুটো রঙে লঞ্চ হয়েছে রিয়েলমির এই দুই ফ্ল্যাগশিপ ফোন। রিয়েলমি 'জিটি' সিরিজের এই দুই ফোনে Ricoh tuned ক্যামেরা ফিচার রয়েছে। অন্যদিকে, ড্রিম এডিশন মডেলের ব্যাক প্যানেলে রয়েছে খোদাই করা Aston Martin লোগো। 

Continues below advertisement

রিয়েলমি জিটি ৮ প্রো এবং রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন - এই দুই ফোনের দাম ভারতে কত, কী কী অফার রয়েছে 

রিয়েলমি জিটি ৮ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২,৯৯৯ টাকা। এই ফোনেরই ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৮,৯৯৯ টাকা। রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন ফোনের ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। রিয়েলমি জিটি ৮ প্রো ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে ডেয়ারি হোয়াইট এবং আরবান ব্লু, এই দুই রঙে। রিয়েলমি জিটি ৮ প্রো এবং রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন, এই দুই ফোনের বিক্রি শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ৫০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন ক্রেতারা। এছাড়াও থাকছে ৬ মাসের জন্য ইএমআই অপশন। তবে এইসব অফার শুরু রিয়েলমি জিটি ৮ প্রো ফোনেই পাওয়া যাবে। 'ড্রিম এডিশন' মডেলের ক্ষেত্রে কোনও ছাড় থাকছে না। তবে ১২ মাসের একটি ইএমআই প্ল্যানের সুবিধা পেতে পারেন ক্রেতারা। 

Continues below advertisement

ভারতে এর আগেও রিয়েলমি সংস্থা 'জিটি' সিরিজের অনেক ফোন লঞ্চ করেছে। রিয়েলমি 'জিটি' সিরিজের বেশ কিছু গেমিং ফোন লঞ্চ হয়েছে দেশে। এইসব ফোনের বিশেষত্ব ছিল ভেপার কুলিং চেম্বার। এর সাহায্যে ফোন অনেকক্ষণ ব্যবহারের পরেও ঠান্ডা থাকে। এছাড়াও ছিল দ্রুত গতিতে কাজ করতে পারে এমন প্রসেসর। আর শক্তিশালী ব্যাটারির সাপোর্ট।