Realme GT 2 Pro: শীঘ্রই ভারতে আসতে চলেছে Realme GT 2 Pro। কোম্পানি জানিয়েছে, 7 এপ্রিল দেশে লঞ্চ করা হবে এই ফোন। ইতিমধ্যেই এই ফোনের লঞ্চ অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে চিনা কোম্পানি।
Realme GT 2 Pro: কী রয়েছে ফোনে ?
জানুয়ারিতেই চিনে প্রথম লঞ্চ করা হয়েছিল Realme GT 2 Pro। গত মাসে বার্সেলোনায় MWC 2022-এ রেগুলার Realme GT 2-র সঙ্গে আত্মপ্রকাশ করেছিল এই ডিভাইস। Realme GT 2 Pro-তে রয়েছে 120Hz 2K AMOLED ডিসপ্লে। সঙ্গে পাবেন এটি একটি অক্টাকোর Snapdragon 8 Gen চিপসেট। এতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সহ 512GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। Realme GT 2 Pro-এর অন্যান্য গুরুত্বপূর্ণ হাইলাইটগুলির মধ্যে রয়েছে এর 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি বায়ো-পলিমার উপাদানের উপর ভিত্তি করে পেপার টেক মাস্টার ডিজাইনে তৈরি করা হয়েছে এই ফোন। 65W দ্রুত চার্জিং সাপোর্ট করে এই ফোন।
Realme GT 2 Pro ভারত লঞ্চের বিবরণ
বৃহস্পতিবার, Realme ভারতে Realme GT 2 Pro লঞ্চের জন্য আমন্ত্রণপত্র প্রকাশ্যে এনেছে। ৭ এপ্রিল রাত 12:30 টায় Realme-র YouTube ও Facebook অ্যাকাউন্টের মাধ্যমে দেকা যাবে ফোন লঞ্চের লাইভ স্ট্রিম। সম্প্রতি ফোনের টিজার সামনে এনেছে কোম্পানি। যেখানে ফোনের ছবিও দেখা গিয়েছে।
Realme GT 2 Pro: কত দাম হতে পারে ভারতে ?
ভারতে Realme GT 2 Pro মূল্য চিনের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এর বেস ভ্যারিয়েন্টে থাকবে 8GB + 128GB স্টোরেজ। যার দামা রাখা হয়েছে CNY 3,899 (প্রায় 46,700 টাকা) চিনে এসেছে এই ফোন। Realme GT 2 Pro-এর 12GB + 256GB স্টোরেজ মডলের দাম রাখা হয়েছে CNY 4,299 (প্রায় 51,500 টাকা) ও 12GB RAM এবং 512GB স্টোরেজের দাম ধরা হয়েছে CNY 4,799 (প্রায় 57,500 টাকা)। গত মাসে, Realme GT 2 Pro ইউরোপে লঞ্চ করা হয়েছিল। যার প্রারম্ভিক মূল্য EUR 749 (প্রায় 63,100 টাকা) রাখা হয়েছে।Realme GT 2 Pro পেপার গ্রিন, পেপার হোয়াইট ও স্টিল ব্ল্যাক রঙে পাওয়া যাবে।