Realme Phones: রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6) আগামী ২০ জুলাই লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে। এই ফোন ওই একইদিনে লঞ্চ হবে ভারতেও। এর আগে রিয়েলমি জিটি ৬টি ফোন 9Realme GT 6T) দেশে লঞ্চ হয়েছিল। সেই দলেই জুড়বে রিয়েলমি জিটি ৬ ফোনের নাম। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে রিয়েলমির এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। দেখে নেওয়া যাক এই ফোনের দাম ভারতে কত হতে পারে।
ভারতে রিয়েলমি জিটি ৬ ফোনের দাম কত হতে পারে, জেনে নিন আনুষ্ঠানিক লঞ্চের আগেই
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা হতে পারে। আর রিয়েলমি জিটি ৬ ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪২,৯৯৯ টাকা। এই দুই দামই বলা হয়েছে কোনওরকম অফার ছাড়া। এই তথ্য সম্ভাব্য। রিয়েলমি সংস্থা কিছু ঘোষণা করেনি। অতএব রিয়েলমি জিটি ৬ ফোন ভারতে লঞ্চের পর দাম এবং র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের হেরফের হতে পারে। আগামীকাল অর্থাৎ ২০ জুন ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে রিয়েলমি জিটি ৬ ফোন লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চের পর কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
রিয়েলমি জিটি ৬ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক একঝলকে
- এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট।
- ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে রিয়েলমির এই ফোনে।
- অত্যধুনিক VC cooling system থাকতে পারে এই ফোনে। তার ফলে ফোন সহজে গরম হবে না।
- ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- রিয়েলমি সংস্থার দাবি তাদের রিয়েলমি জিটি ৬ ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ২৮ মিনিটে।
- এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর।
- এআই প্রযুক্তি যুক্ত ফিচার থাকতে পারে এই ফোনে, এমনটাই শোনা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।