শিলিগুড়ি: সাদা কাগজে সই করিয়েই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। বুধবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় (Kanchanjunga Express Train accident) রেল পুলিশের (GRP)  এফআইআর নিয়ে চাঞ্চল্যকর এই দাবিই করলেন ট্রেন দুর্ঘটনায় জখম শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ওই মহিলা যাত্রীর দাবি, সাদা কাগজে সই করিয়ে তাঁর অজান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে। 


শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার কলকাতা যাওয়ার জন্য সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর চৈতালি ভর্তি ছিলেন শিলিগুড়ির রেল হাসপাতালে। ওই মহিলা যাত্রীর দাবি, ওই দিন রাতে GRP এসে তাঁর বয়ান রেকর্ড করে সাদা কাগজে সই করায়। বাড়ির ঠিকানাও জানতে চায়। কিন্তু সেটাই যে অভিযোগ হিসেবে নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছুই তাঁকে জানানো হয়নি। মহিলা যাত্রী পরে জানতে পারেন, ট্রেন দুর্ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তিনি থানায় যাননি জখম হওয়ার পর হাসপাতালে এসেই জিআরপি সাদা কাগজে সই করিয়েছিল।


আরও পড়ুন: Kolkata Road Accident: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি; বাঘাযতীন উড়ালপুলে দুর্ঘটনায় মৃত যুবক !


এপ্রসঙ্গে চৈতালি দেবী বলেন, "দুর্ঘটনায় জখম হওয়ার পর আমি কোনও থানায় যাইনি। হাসপাতালে এসেই জিআরপি সাদা কাগজে সই করিয়েছিল। পরে জানতে পারি আমার সই করা কাগজের ভিত্তিতে মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না। আচমকা ধাক্কা লেগে পড়ে জখম হয়েছি। আমি কামরার মধ্যে ছিলাম। আমি কী করে জানব কার দোষে দুর্ঘটনা ঘটল। আমি তো ওদের চিনিই না।"


বিষয়টি নিয়ে রেলকে তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। কটাক্ষ করে বলেন, "নিজেদের দোষ ঢাকতে রেল কর্তৃপক্ষ যে বারবার মালগাড়ির চালকদের নামে মিথ্যা অভিযোগ করছে তা আবার প্রমাণ হয়ে গেল। এভাবেই সরকারটা চালাচ্ছে বিজেপি। ট্রেন দুর্ঘটনার বিষয়ে গাফিলাতির জন্য ওদের লজ্জা হওয়া উচিত আর সত্যিটা স্বীকার করা উচিত।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rituparna Sengupta: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত